Advertisement
০৫ মে ২০২৪
Ganga Sagar Mela 2024

দুই পুণ্যার্থীর মৃত্যু সাগরে

দিল্লি থেকে এ দিনই গঙ্গাসাগরে এসেছিলেন চন্দ্র পাল (৬১)। বিকেল ৪টে নাগাদ কচুবেড়িয়া ভেসেল ঘাটে এসে পৌঁছয় তাঁদের কুড়ি জনের দল।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ০৮:১৯
Share: Save:

গঙ্গাসাগরের পথে শনিবার অসুস্থ হয়ে মৃত্যু হল দুই পুণ্যার্থীর।

এ দিন সকালে উত্তরপ্রদেশের বইরা এলাকার বাসিন্দা প্রহ্লাদ সিংহ (৭০) গঙ্গাসাগর মেলায় যাবেন বলে নামখানায় এসে পৌঁছন। ভেসেল ধরতে পরিবারের সদস্যদের সঙ্গে নামখানার ২ নম্বর পয়েন্টের জেটিঘাটে দাঁড়িয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা তাঁকে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দিল্লি থেকে এ দিনই গঙ্গাসাগরে এসেছিলেন চন্দ্র পাল (৬১)। বিকেল ৪টে নাগাদ কচুবেড়িয়া ভেসেল ঘাটে এসে পৌঁছয় তাঁদের কুড়ি জনের দল। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চন্দ্র। অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।

শুক্রবারও গঙ্গাসাগর এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রাজস্থানের দোওসা এলাকার বাসিন্দা মোহনলাল প্রজাপতির (৫৭)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ganga sagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE