Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Dog

বারাসতে কুকুর পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তেজনা দু’ পক্ষের মধ্যে

তাঁদের আরও অভিযোগ নিরীহ কুকুরকে অনেক সময় উত্তক্ত করে ক্ষেপিয়ে তোলা হয়। তারপর কিছু মানুষ তাদের পিটিয়ে মারায় সিদ্ধহস্ত। দু পক্ষের এই চাপান উতরে বেশ কিছুক্ষণ উত্তেজনা থাকে এলাকায়।

কুকুর পিটিয়ে মারার অভিযোগ। নিজস্ব চিত্র।

কুকুর পিটিয়ে মারার অভিযোগ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারাসাতে শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০০:১০
Share: Save:

বারাসতের নতুন পুকুর এলাকায় একটি কুকুরকে পিটিয়ে মারার ঘটনায় উত্তেজনা ছড়াল। একটি ‘পাগল’ কুকুর এলাকার কয়েক জনকে কামড়ায় বলে অভিযোগ। তারপর সেটিকে ঘিরে ধরে পিটিয়ে মারেন কয়েক জন। কিন্তু কুকুরটি মারা যাওয়ার পরেও নাকি এক দল মানুষ পেটাতে থাকেন। তা নিয়েই প্রতিবাদ করেন কিছু মানুষ। তার জেরেই দু পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

দিন কয়েক ধরে এই এলাকায় নাকি একটি পাগল কুকুর ঘুরে বেড়াচ্ছিল। এলাকার ৫ জনকে সেটি নাকি কামড়েছে। মঙ্গলবার কুকুরটিকে পিটিয়ে থেঁতলে মেরে ফেলা হয়। অভিযোগ তার পরেও যেন শান্ত হতে পারছিলেন না কিছু মানুষ। তাঁরা নাকি কুকুরের মৃতদেহটির উপরেও নারকীয় অত্যাচার চালান। এরই প্রতিবাদ করেন কয়েক জন। শুরু হয় বাদানুবাদ।

ওই পশু প্রেমীরা ঘটনার একটি ভিডিয়ো দেখিয়ে বলেন, “এ ভাবে কোনও পশুর উপর অত্যাচার করা কখনই উচিত নয়।” তাঁদের আরও অভিযোগ নিরীহ কুকুরকে অনেক সময় উত্তক্ত করে ক্ষেপিয়ে তোলা হয়। তারপর কিছু মানুষ তাদের পিটিয়ে মারায় সিদ্ধহস্ত। দু পক্ষের এই চাপান উতরে বেশ কিছুক্ষণ উত্তেজনা থাকে এলাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE