Advertisement
১৯ মে ২০২৪

মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল সমর্থক

স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাবরার হিজলপুকুরের বাসিন্দা শাশ্বতী ঘোষকে মারধরের অভিযোগে পুলিশ এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করল।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০২:০৩
Share: Save:

স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাবরার হিজলপুকুরের বাসিন্দা শাশ্বতী ঘোষকে মারধরের অভিযোগে পুলিশ এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করল। বুধবার সকালে স্থানীয় স্টাফ কোয়ার্টার এলাকা থেকে পুলিশ অভিনন্দন ঘোষ ওরফে টিটু নামে স্থানীয় ওই যুবককে ধরে। তদন্তকাকীরা জানিয়েছেন, এ ক্ষেত্রে সিসি টিভির ফুটেজ তাঁদের কাজে লেগেছে। জ্যোতিপ্রিয়বাবু শাশ্বতীর বাড়িতে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দেওয়ায় পুলিশের সক্রিয়তাও বাড়ে। পুলিশের দাবি, জেরায় ধৃত অভিনন্দন জানিয়েছে, ঘটনার সময়ে শাশ্বতীদেবী কাউন্সিলরকে গালিগালাজ করছিলেন। তা দেখে তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি।

দিন তিনেক আগে নিয়ম ভেঙে বাইক চালানোর জেরে সামান্য একটি পথ দুর্ঘটনার জেরে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গৌতম বিশ্বাসের উপস্থিতিতে শাশ্বতীদেবী ও তাঁর জামাইবাবু অনুপম সাহাকে মারধর করা হয় বলে অভিযোগ। শাশ্বতীদেবীর নাক ফেটে যায়।

কিন্তু অভিযুক্ত কাউন্সিলরের কী হবে? জ্যোতিপ্রিয়বাবু জানিয়েছেন, বুধবারের মধ্যে ওই কাউন্সিলরকে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে পুলিশ তাঁকে গ্রেফতার করবে।

গোটা ঘটনায় খুশি শাশ্বতীদেবীর পরিবার। শাশ্বতী এ দিন বলেন, ‘‘মন্ত্রী আশ্বাস দেওয়ার পরে পুলিশ একজনকে গ্রেফতার করায় আমি খুশি। চাই বাকি অভিযুক্তেরাও দ্রুত গ্রেফতার হোক।’’

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ফলতার তালান্ডা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সফি শেখ (৩৫)। এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ বাড়ির পাশে একটি কেটে যাওয়া হাইটেনশন খুঁটি বেয়ে তার জুড়তে উঠেছিলেন তিনি। সে সময়ে তারের সঙ্গে জড়িয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE