Advertisement
০১ মে ২০২৪

কেন্দ্র-রাজ্যকে দুষে বিক্ষোভ সিপিআইয়ের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামল সিপিআইয়ের যুব সংগঠন। মঙ্গলবার বসিরহাটে নিখিল ভারত যুব ফেডারেশনের পক্ষে পথসভা করা হয়।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০১:২১
Share: Save:

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামল সিপিআইয়ের যুব সংগঠন। মঙ্গলবার বসিরহাটে নিখিল ভারত যুব ফেডারেশনের পক্ষে পথসভা করা হয়। ইটিন্ডা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কল্লোল ভট্টাচার্য, বসিরহাটের প্রাক্তন সাংসদ তথা সিপিআই নেতা অজয় চক্রবর্তী, হিঙ্গলগঞ্জের বিধায়ক আনন্দ মণ্ডল, বসিরহাট পুরসভার কাউন্সিলর চন্দ্রিমা চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্ব।

এ দিন বেলা ১১টা নাগাদ ইছামতী সেতুর কাছে পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে উঠে আনন্দবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর কথা মতো সুন্দরবন পর্যন্ত রেলপথ নির্মাণ তো দূর অস্ত, হাসনাবাদে সেতুর জন্য ৫৯ কোটি টাকার টেন্ডার হয়ে যাওয়ার পরেও কাজ শুরু হল না। কাঠাখালি সীমান্ত এলাকায় সেতুতে কোনও আলো নেই। মুখ্যমন্ত্রী এখন সারদায় জড়িয়ে বিজেপির মন গলাতে দিল্লিতে ছুটছেন। কালো টাকা ফেরত দেওয়ার নাম করে মোদী সরকার এখন একশো দিনের প্রকল্পই তুলে দেওয়ার চক্রান্ত করছে।” অজয়বাবু বলেন, “পশ্চিমবঙ্গের সরকার কেবল উন্নয়নের নামে ধোঁকা দিচ্ছে। বসিরহাটের কোনও উন্নয়নেই তাদের লক্ষ নেই।” কল্লোলবাবু জানান, ইছামতী, কাঠাখালি, হাড়োয়া, তেঁতুলিয়া, মালঞ্চ সেতুর উপর আলো নেই, ইছামতী সংস্কার বন্ধ হয়ে গিয়েছে। শাসক দলের প্রশ্রয়ে অবাধে গরু পাচার থেকে সিন্ডিকেট ব্যবসার রমরমা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বেলা আড়াইটে নাগাদ সেতুর সামনের বোটঘাট এলাকায় ইটিন্ডা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পরে পক্ষে মহকুমাশাসক শেখর সেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal cpi student union agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE