মায়ের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে যাচ্ছিল পাঁচ বছরের শিশুটি। কিন্তু গ্রামের রাস্তার যা হাল, তার শুশ্রূষা করে কে! বুধবার সকালে বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের সামনে পৃথিবা রোডে একটি ট্রাকের টায়ার ফাটে। রাস্তার টুকরো পাথর ছিটকে এসে লাগে সাদিয়া খাতুন নামে শিশুটির দু’পায়ে। স্থানীয় হাসপাতালে সেগুলি বের করেছেন চিকিৎসকেরা। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার হয় না। প্রায় ছ’কিলোমিটার রাস্তায় পিচ উঠে খোয়া বেরিয়ে গিয়েছে। টুকরো পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। যাতায়াতের পথে হামেশাই দুর্ঘটনা ঘটছে। ধুলোও একটা বড় সমস্যা। পথচলতি মানুষ নাক-মুখ ঢেকে যাতায়াত করছেন। রাস্তার ধারের বাড়িতে যাঁরা থাকেন, তাঁরা অবশ্য ধুলোর দাপটে জানলা বন্ধই রাখছেন। গাড়ি চালকেরা জানালেন, এত ধুলো ওড়ে গাড়ি চললে, দূর থেকে দেখে মনে হয় ঘন কুয়াশায় ঢাকা পথ। দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
রাস্তা সারানোর দাবিতে আগে অবরোধ হয়েছে। কিছুটা রাস্তায় ঝামা-ইট দিয়ে তালিতাপ্পি মারা হয়। কিন্তু রাস্তা সংস্কারে পাকাপাকি কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে। বিডিও মানসকুমার মণ্ডল বলেন, ‘‘রাস্তাটি সত্যিই খুব খারাপ। কিন্তু এটি পূর্ত দফতরের অধীনে। তাঁদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা আশ্বাস দিয়েছেন, রাস্তাটি নতুন ভাবে তৈরি করা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।’’