Advertisement
১৯ মে ২০২৪

শিশুক্রীড়া উৎসব গঙ্গাসাগরে

উদ্দেশ্য, শিশুমনের পরিপূর্ণ বিকাশ ঘটানো। তাই সাগর চক্রের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতাকে নিছক প্রতিযোগিতার মধ্যে না বেঁধে রেখে তাকে উৎসবের রূপ দিল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত। আজ, শনিবার সেই উৎসবের সূচনা গঙ্গাসাগরের বনবিহারী ক্রীড়াঙ্গনে। সকাল ৭টায় শুরু হয়ে চলবে সারা দিন। এলাকার ১৭টি স্কুলের প্রায় পাঁচশো প্রতিযোগী ওই উৎসবে যোগ দেবে বলে জানান উদ্যোক্তারা।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০২:০০
Share: Save:

উদ্দেশ্য, শিশুমনের পরিপূর্ণ বিকাশ ঘটানো। তাই সাগর চক্রের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতাকে নিছক প্রতিযোগিতার মধ্যে না বেঁধে রেখে তাকে উৎসবের রূপ দিল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত। আজ, শনিবার সেই উৎসবের সূচনা গঙ্গাসাগরের বনবিহারী ক্রীড়াঙ্গনে। সকাল ৭টায় শুরু হয়ে চলবে সারা দিন। এলাকার ১৭টি স্কুলের প্রায় পাঁচশো প্রতিযোগী ওই উৎসবে যোগ দেবে বলে জানান উদ্যোক্তারা। বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার আর প্রতিযোগীদের জন্য খাওয়া-দাওয়ার বন্দোবস্ত। এ ছাড়াও, এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সম্মানিত করা হবে।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে প্রায় চার হাজার শিশুকে জড়ো করে বিশাল শিশুমেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে আইসিডিএসে পাঠরত শিশুদের প্রাধান্য দেওয়া হয়েছিল। এ বার প্রাথমিক বা নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে পাঠরত শিশুদের উৎসাহ দিতে আয়োজন হয়েছে বলে জানান প্রধান হরিপদ মণ্ডল।

উৎসবের দায়িত্বে থাকা বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপকুমার মণ্ডল জানান, তিনটি বিভাগে বালক-বালিকা মিলিয়ে মোট ৩২টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শারীরিক ভাবে অক্ষম শিশুদের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও, রয়েছে অঙ্কন ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা। দিলীপবাবু বলেন, “এই পর্যায়ে উত্তীর্ণেরা ধাপে ধাপে ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তর পর্যন্ত পৌঁছবে।”

প্রধান জানালেন, সরকারি পর্যায়ে কোনও টাকা বরাদ্দ না থাকায় পঞ্চায়েতের তরফেই পুরো খরচ চালানো হচ্ছে। তবে বিদ্যালয়ের শিক্ষকেরাও কিছুটা আর্থিক সাহায্য করেছেন। প্রধানের কথায়, “পঞ্চায়েতের তরফে এই ধরনের উদ্যোগ এই প্রথম। এত শিশুদের একত্র করে তাদের সঙ্গে একাত্ম্য হতে পেরে খুব ভাল লাগছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

child sport cpmpetition gangasagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE