Advertisement
০৩ মে ২০২৪

৫ জেলার এসপি-সহ ৪৪ আইপিএস বদলি

বারবার সাত বার! ভোটের পরে সপ্তম বার আইপিএস স্তরে বদলির নির্দেশ জারি করল রাজ্য সরকার। সোমবার বাঁকুড়া, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার-সহ ৪৪ জন আইপিএসের বদলির তালিকা প্রকাশ করেছে নবান্ন।

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০৩:১৮
Share: Save:

বারবার সাত বার! ভোটের পরে সপ্তম বার আইপিএস স্তরে বদলির নির্দেশ জারি করল রাজ্য সরকার। সোমবার বাঁকুড়া, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার-সহ ৪৪ জন আইপিএসের বদলির তালিকা প্রকাশ করেছে নবান্ন। তবে জুনের গোড়ায় কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো দুই আইপিএস দেবাশিস বড়াল ও নগেন্দ্র ত্রিপাঠীকে কোনও পদ দেওয়া হয়নি। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ দিনাজপুরে গেলেন। দক্ষিণ দিনাজপুরের অর্ণব ঘোষ এলেন মালদহে। মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হলেন মুকেশ। তিনি ছিলেন বীরভূমের পুলিশ সুপার। বীরভূমে গেলেন সুধীরকুমার নীলকণ্ঠ। বাঁকুড়ার দায়িত্ব পেলেন সুখেন্দু হীরা। তিনি ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটে। তাঁর পদে এলেন মুর্শিদাবাদের এসপি সি সুধাকর। হাওড়ার রেল পুলিশ সুপার মেহমুদ আখতারকে সিআইএফের পুলিশ সুপার করা হয়েছে। তাঁর পদে এলেন রাজ্য সশস্ত্র পুলিশের কম্যান্ড্যান্ট নীলাদ্রি চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPS district
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE