Advertisement
E-Paper

খাদিম-কাণ্ডে দোষী সাব্যস্ত আরও ৮ জন

এ বার খাদিম-কর্তা অপহরণ মামলায় দ্বিতীয় পর্যায়ে আট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। শুক্রবার ওই কেন্দ্রীয় সংশোধনাগারে বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় দণ্ডবিধির ৩৬৪-এ, ১২০বি এবং ৩৪২ ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রায় দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৩:১৪

মূল অপরাধীদের শাস্তি হয়েছে আগেই। এ বার খাদিম-কর্তা অপহরণ মামলায় দ্বিতীয় পর্যায়ে আট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। শুক্রবার ওই কেন্দ্রীয় সংশোধনাগারে বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় দণ্ডবিধির ৩৬৪-এ, ১২০বি এবং ৩৪২ ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে রায় দেন। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে বলে জানান সরকারি আইনজীবী নবকুমার ঘোষ। ৩৬৪-এ ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান রয়েছে।

এ দিন যাদের দোষী সাব্যস্ত করা হয়, তাদের নাম মিজানুর রহমান, মুজামেন শেখ, ওমর ওরফে জালাল মাল্লা, আখতার, আরশাদ, দিলশাদ, নইম ও নুর মহম্মদ। নইম, দিলশাদ ও আরশাদ পাকিস্তানি বলে বলে জানান সরকারি আইনজীবী নবকুমারবাবু।

২০০১ সালের ২৫ জুলাই তিলজলা থানা এলাকার সি এন রায় রোড থেকে খাদিম-কর্তা পার্থ রায়বর্মনকে অপহরণ করা হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। তদন্তে নেমে সিআইডি ওই অপহরণ-কাণ্ডের পিছনে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের হদিস পায়। মূল চক্রী হিসেবে আফতাব আনসারি এবং অন্য চার জনকে গ্রেফতার করা হয়। মামলার প্রথম পর্যায়ের রায়ে আফতাব-সহ পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাদের ক্ষেত্রে নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট।

পরে ধরা পড়ে আরও কয়েক জন ২০০৯ সালে দ্বিতীয় পর্যায়ে মামলার শুনানি শুরু হয়। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলার পরে এ দিন আট জনকে দোষী সাব্যস্ত করল আদালত।

Khadim Owner Kidnap Case Convicted Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy