Advertisement
E-Paper

পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক-গাড়ি সংঘর্ষে মৃত ৮

গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন চালক ও গাড়ির ৮ জন যাত্রী। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার ধোবারুর কাছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ২০:১৯
দুমড়ে গিয়েছে গাড়ি। নিজস্ব চিত্র।

দুমড়ে গিয়েছে গাড়ি। নিজস্ব চিত্র।

গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন চালক ও গাড়ির ৮ জন যাত্রী। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার ধোবারুর কাছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। তাঁকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিন দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আইজি ট্রাফিক মনোজ বর্মা। তিনি বলেন, ‘‘রাস্তা চওড়া। তা সত্ত্বেও দুর্ঘটনা ঘটেছে। চালকদের আরও সজাগ হয়ে গাড়ি চালাতে হবে। গতিবেগ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নাদনঘাট থানার ডাঙ্গাপাড়া থেকে গাড়ি ভাড়া নিয়ে পাথরচাপুড়ি মেলায় গিয়েছিলেন আলিমুদ্দিন শেখ (৩৫), মারফত শেখ (৩২), সৈয়দ শেখ (২৬), সুকুর আলি শেখ (২৪), সাইদুল শেখ (৩২), বাবন শেখ (৩৫) ও জানে আলম শেখ (২৫)। আলিমুদ্দিন ও মারফত দুই ভাই। একই গ্রামের বাসিন্দা গাড়ির মালিক আব্দুল শেখ (৩৫) নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। মেলা ঘুরে রাতেই বাড়ি ফেরার পথ ধরেন তাঁরা। কাঁকসার ধোবারুর কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক-সহ ৬ যাত্রী প্রাণ হারান। ৩ জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও ২ জন মারা যান। গুরুতর জখম কিতাব আলি শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: পনেরো মিনিটের ঝড় প্রাণ কাড়ল দু’জনের

এ দিন দুর্ঘটনার খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে গ্রাম থেকে চলে আসেন অনেকে। সুকুর আলি শেখের দাদা সাহাবুদ্দিন শেখ বলেন, ‘‘কিছুদিন আগে ভাইয়ের বাচ্চা হয়ে মারা গিয়েছে। সময় ভালো যাচ্ছে না। তাই ওকে যেতে বারণ করেছিলাম। কিন্তু শুনল না। আর কোনও দিন ফিরবে না।’’ সৈয়দ শেখের মা আসমা দাওয়া কান্নাকাটি করছিলেন। ছেলেকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছিলেন তিনি। তাঁদের সঙ্গে এসেছিলেন গফফর শেখ, আসাদুল শেখ, সায়াতুল্লা শেখরা। তাঁরা জানান, প্রতি বছর গ্রামের অনেকেই গাড়ি ভাড়া নিয়ে মেলায় যান। সারা দিন ঘোরাঘুরির পরে রাতের দিকে বাড়ি ফেরার পথ ধরেন। সকালে বাড়ি পৌঁছে যান। কিন্তু এমন হবে তা তাঁরা ভাবতেও পারেননি। আব্দুল শেখের জামাইবাবু মাহিবুল শেখ বলেন, ‘‘নিজেরই গাড়ি ওর। গাড়ি নিয়ে কত জায়গায় যায়। এমন কী করে হয়ে গেল বুঝতে পারছি না।’’

শোকে বিহ্বল মৃতের পরিবার। নিজস্ব চিত্র।

এ দিনের দুর্ঘটনাস্থল খতিয়ে দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুটি গাড়ির কোনও একটির চালক হয়তো ভোর রাতে ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে রাস্তার বাঁদিকের অংশে। সেক্ষেত্রে লেন ভাঙার দায় বর্তায় ট্রাকের চালকের উপর। সে তার সামনের ট্রাককে ওভারট্রেক করতে গিয়ে লেন ভেঙে ডানদিকে চলে গিয়েছিল, না ঘুমের ঘোরে লেন ভেঙেছিল, ট্রাক চালক ধরা না পড়া পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ। অন্য দিকে, লেন ভেঙে গাড়ির সামনে ট্রাক এসে পড়লে নিজেদের বাঁচাতে গাড়িটিকে আরও বাঁ দিকে নামিয়ে নেওয়ার সুযোগ ছিল গাড়ির চালকের সামনে। ঘটনার আকস্মিকতায় বা তীব্র গতির কারণে, নাকি ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটির চালক তা করতে পারেননি, তাও স্পষ্ট নয়। জখম যাত্রী সুস্থ হয়ে উঠলে তিনি হয়তো কিছুটা তথ্য দিতে পারবেন। হাসপাতালের শয্যায় শুয়ে ইশারায় জখম কিতাব আলি শেখ অবশ্য জানান, চালক ঘুমিয়ে পড়েননি।

পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসা দিকে দুর্ঘটনা লেগেই থাকে। আগে বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা হত। পরে রাস্তা সংস্কার ও সম্প্রসারণের ফলে গাড়ির গতি বেড়ে গিয়েছে। রাস্তায় কোনও ডিভাইডার নেই। শুধু সাদা রং দিয়ে সীমানা নির্দিষ্ট করা আছে। তাড়াতাড়ি যাওয়ার জন্য বহু ক্ষেত্রেই ‘ওভারটেক’ করার প্রবণতা লক্ষ করা যায়। অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ হারাচ্ছেন চালকরা। ওই রাস্তায় দুর্ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখতে মাস কয়েক আগে ট্রাফিকের আইজি মনোজ বর্মা নিজে রাস্তাটি পরিদর্শন করেন। এদিন দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। পরে তিনি জানান, রাস্তা ভালো। গতিবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার। নজরদারি বাড়াতে সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Accient Burdwan Truck-car collision
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy