Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাম আমলে লগ্নি বিদায়, অভিযোগ আমলার

অনুষ্ঠানে অর্থমন্ত্রী অমিত মিত্রর আসার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তবে অর্থমন্ত্রীর মতোই সরকারি বরাদ্দ বৃদ্ধির তুলনামূলক হিসেব দেন অর্থ সচিব।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৬
Share: Save:

রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে বাম জমানার বিবর্ণ ছবি আমলার মুখেও।

শনিবার রাজারহাটে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের (সিডব্লিউবিটিএ) সম্মেলনে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব তথা অর্থ সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, ‘‘গত ২০-২৫-৩০ বছর ধরে আমাদের খারাপ সময় (ব্যাড প্যাচ) চলেছে। প্রচুর লগ্নি রাজ্য থেকে চলে গিয়েছে। গত চার-পাঁচ বছরে আমরা রাজ্যের হৃত গৌরব ফেরানোর চেষ্টা করছি। কলকাতা, রাজ্য এখন অনেক বদলে গিয়েছে। পরিকাঠামো ও সামাজিক খাতে বিপুল লগ্নি হচ্ছে। মূলধনী খাতে রাজ্যের লগ্নি ২০১০-’১১-তে ছিল মাত্র এক হাজার কোটি টাকার কিছু বেশি। বিহারের চেয়েও কম। এ বার হবে ১৬ হাজার কোটি টাকা। আগামী দু’বছরে তা ৩০ হাজার কোটি টাকায় পৌঁছানো আমাদের লক্ষ্য।’’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী অমিত মিত্রর আসার কথা থাকলেও অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তবে অর্থমন্ত্রীর মতোই সরকারি বরাদ্দ বৃদ্ধির তুলনামূলক হিসেব দেন অর্থ সচিব। একই সঙ্গে তাঁর দাবি, কিছু সন্দেহবাতিক মানুষ সে সব মানতে চান না। তিনি বলেন, ‘‘অথচ এ সবই কেন্দ্রের অডিট করা তথ্য। এই নেতিবাচক ভাবমূর্তিই রাজ্যের সবচেয়ে বড় সমস্যা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE