Advertisement
২৫ এপ্রিল ২০২৪
AAP

AAP: রাজ্যে আপের ‘মহিলা শক্তি’

কলকাতা প্রেস ক্লাবে সোমবার আপের মহিলা নেতৃত্ব এ রাজ্যের মহিলা কমিশনের কাজকর্ম নিয়ে তোপ দেগেছেন।

সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির মহিলা নেতৃত্ব

সাংবাদিক বৈঠকে আম আদমি পার্টির মহিলা নেতৃত্ব ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ২২:১২
Share: Save:

বাংলায় ‘পদাপর্ণের’ পরে এ বার রাজ্যে মহিলা শাখা তৈরিতেও সক্রিয় হল আম আদমি পার্টি (আপ)। আপাতত দলের তরফে তাদের ‘মহিলা শক্তি’ সংগঠনের জন্য পাঁচ জন কো-অর্ডিনেটর নিয়োগ করা হল। পাঁচ জেলা থেকে দিতি দাস, সোমা ভদ্র, তনুকা সাঁতরা, শুভ্রা বন্দ্যোপাধ্যায় ও গার্গী বসুকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে কো-অর্ডিনেটর হিসেবে গোটা রাজ্যে মহিলা সংগঠন গড়ে তোলার জন্য। কলকাতা প্রেস ক্লাবে সোমবার আপের মহিলা নেতৃত্ব এ রাজ্যের মহিলা কমিশনের কাজকর্ম নিয়ে তোপ দেগেছেন। তাঁদের দাবি, দিল্লির সরকারের মহিলা কমিশন নারী সুরক্ষায় অনেক বেশি সক্রিয়। কিন্তু এ রাজ্যে অভিযোগ জানানোর জন্য মহিলা কমিশন সরকারি ঘোষণার পরেও হেল্পলাইন নম্বর জানাতে পারেনি। অভিযোগ করলেও সুরাহা মিলছে না। মহিলা-প্রশ্নে আন্দোলনের ডাকও দিয়েছেন তাঁরা। তৃণমূল নেতা তাপস রায় অবশ্য বলেন, " এ রাজ্যের দায়িত্বে রয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী। এখানে এসে আগে রাজ্যটাকে ভাল করে জানুন, তার পরে রাজনীতি করুন। আমরা এখনই কিছু বলছি না।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AAP West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE