আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গে কংগ্রেসের নতুন ইস্তাহার কমিটি গড়ে দিল এআইসিসি। ইস্তাহার কমিটির চেয়ারপার্সন হয়েছেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং ভাইস চেয়ারপার্সন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী। ওই কমিটিতে সদস্যেরা ছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, দেবপ্রসাদ রায়, আব্দুল মান্নান, অভিজিৎ মুখোপাধ্যায় প্রমুখ নেতাকে। শাখা সংগঠনের নেতৃত্বও পদাধিকার বলে কমিটির কাজে যোগ দিতে পারবেন। মান্নান অবশ্য কমিটির কাজে অংশগ্রহণ করবেন না বলে এখনই জানিয়ে দিয়েছেন। অতীতে বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন মান্নানই ছিলেন ইস্তাহার কমিটির মাথায়, তখন আহ্বায়ক ছিলেন অমিতাভ। প্রদেশ কংগ্রেসের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারপার্সন করা হয়েছে বর্ষীয়ান নেতা, প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়কে, ভাইস চেয়ারপার্সন প্রশান্ত দত্ত। এর পাশাপাশি প্রদেশ মহিলা কংগ্রেসের নতুন চেয়ারপার্সন করা হয়েছে যুব কংগ্রেসের প্রাক্তন নেত্রী, হাওড়া জেলার শ্রাবন্তী সিংহকে। মহিলা কংগ্রেসের ওই পদে এত দিন ছিলেন সুব্রতা (রাসু) দত্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)