Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

AIKSCC: এমএসপি আইন চাই, ফের চিঠি মুখ্যমন্ত্রীকে

কেন্দ্রীয় সরকারের ‘কালা’ কৃষি আইনের বিরুদ্ধে দেশের কৃষকদের আন্দোলনকে এই সরকার সমর্থন করেছিল।

কলকাতায় সমাবেশের পথে বাম ছাত্র যুবরা।

কলকাতায় সমাবেশের পথে বাম ছাত্র যুবরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২২ ০৬:১৬
Share: Save:

কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের দাবি স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিল কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখা। প্রস্তাবিত একটি খসড়া বিল রাজ্য সরকারের বিবেচনার জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিল গত সেপ্টেম্বর মাসে। কিন্তু কৃষক নেতাদের অভিযোগ, রাজ্য সরকার সেই চিঠি ও বিলের প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেনি। অথচ কেন্দ্রীয় সরকারের ‘কালা’ কৃষি আইনের বিরুদ্ধে দেশের কৃষকদের আন্দোলনকে এই সরকার সমর্থন করেছিল। সমন্বয় কমিটির তরফে অভীক সাহা, অমল হালদার, কার্তিক পালেরা মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে ফের চিঠি দিয়ে দাবি জানিয়ছেন, বাংলার অর্থনীতির বড় অংশই কৃষির উপরে নির্ভরশীল। সেখানে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এমএসপি আইন চালু করা দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Farmers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE