Advertisement
E-Paper

আজ অমিতের সভা, আসন জয়ের আশায় বিজেপি

বিজেপির জেলা নেতৃত্ব মনে করছেন, মঙ্গলবার অমিত শাহের সভা হলে এই হতাশা পিছনে ফেলে এগোতে পারবে দল। তা আসন্ন ভোটের প্রচারে দলের কাজে প্রভাবও ফেলবে, মনে করছেন নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০৩:৩৯

আটটি লোকসভা আসন রয়েছে উত্তরবঙ্গে। তার মধ্যে বেশ কয়েকটিতে জয়ের আশা দেখছে বিজেপি। অথচ ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’য় রথ নিয়ে উত্তরবঙ্গ পরিক্রমা সম্ভব হয়নি তাদের। সেই রথযাত্রা উদ্বোধনে কোচবিহারে অমিত শাহর সভাও হয়নি। বিজেপির জেলা নেতৃত্ব মনে করছেন, মঙ্গলবার অমিত শাহের সভা হলে এই হতাশা পিছনে ফেলে এগোতে পারবে দল। তা আসন্ন ভোটের প্রচারে দলের কাজে প্রভাবও ফেলবে, মনে করছেন নেতারা।

দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভার আগের দিনই জানানো হয়, এর পরে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ারও সম্ভাবনা। সব ঠিক থাকলে ২ ফেব্রুয়ারি শিলিগুড়িতে হবে সেই সভা। বিজেপির উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্রনাথ বসু বলেন, ‘‘উত্তরের আটটি লোকসভা আসনই জিততে চাই। সেই প্রচার মঙ্গলবারের সভা থেকে শুরু করে দেবেন অমিতজি।’’

বিজেপির অন্দরের খবর, তৃণমূলের হাজার বাধা সত্ত্বেও পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের বেশ জায়গায় ভাল ফল করেছে দল। তার মধ্যে যেমন আলিপুরদুয়ার রয়েছে, তেমনই আছে দক্ষিণ দিনাজপুর এবং মালদহও। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আশা দেখছে বিজেপি। বিজেপির এক নেতাই জানিয়েছেন, তাঁরা মালদহ ও দুই দিনাজপুর মিলিয়ে একাধিক আসন জয়ের আশা করছেন। এর আগে রথযাত্রা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা জোর ধাক্কা খেয়েছিলেন। অমিতের সোয়াইন ফ্লুয়ের খবর শুনেও মন ভেঙেছিল। শেষ অবধি তিনি যে দু’দিন পরে হলেও আসছেন, তাতেই খুশি ওই নেতারা।

পরিদর্শন: কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখছেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন (বাঁ দিকে)। নিজস্ব চিত্র

একই সঙ্গে তাঁরা খুশি, কারণ বিরোধী শিবিরেও ভাঙন ধরানো সম্ভব হয়েছে বহু ক্ষেত্রে। যে মাঠে অমিত মঙ্গলবার সভা করবেন, তা আসলে তরুণ ঘোষের ৩০ বিঘা জমি। তিনি এখনও এলাকায় সিপিএম নেতা বলে পরিচিত। বিজেপি নেতাদের একাংশের দাবি, ওই মাঠে সভা হওয়ার পরে জেলার সিপিএম শিবিরেও বড় ভাঙন ধরানো সম্ভব হবে। সভায় দুই লক্ষ লোক এনে নিজেদের শক্তি দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। সম্প্রতি পঞ্চায়েত ভোটের পর মালদহে তৃণমূলের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। কংগ্রেসকে তাদের খাসতালুকে পিছনে ফেলে দিয়েছে তারা। যদিও জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম নূরের কথায়, ‘‘ বিজেপির সভা কোনও প্রভাবই ফেলবে না।’’

পুরাতন মালদহ ব্লকে নিত্যান্দপুরের এই সভা হলেও মালদহের জেলা সদর ইংরেজবাজার থেকে শুরু করে পুরাতন মালদহ শহর দলীয় পতাকায় ছেয়ে ফেলেছে বিজেপি। ব্লকগুলিতেও একই ভাবে প্রচার চলছে। জেলায় অন্তত ৫০টি গাড়ি, টোটো নামিয়ে প্রচার চলেছে। দলীয় সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামবেন অমিত। সেখান থেকে হেলিকপ্টারে মালদহ। সভার শেষে হেলিকপ্টারেই তিনি চলে যাবেন দমদম বিমানবন্দরে।

অমিতের সভা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘এই উনিশেই বিজেপি ফিনিশ। তাই সভা করে কোনও লাভ হবে না।’’

Amit Shah BJP Malda Mamata Banerjee TMC Dilip Ghosh অমিত শাহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy