চলতি মাসেই বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দলীয় স্তরে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রীর দফতর ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে। কিন্তু মোদীর সেই সম্ভাব্য সফরের আগেই অন্তত দু’বার পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি নিজেই সে কথা জানিয়েছেন।
বিজেপি সূত্রের খবর, বুধবার রাতে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে যখন অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার বিজেপি নেতারা, তখনই অমিত শাহ জানান যে, তিনি এ মাসেই দু’বার বাংলা সফর করবেন। অমিত শাহের এই বাংলা সফর নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফরের আগেই হচ্ছে বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।
রাজ্য বিজেপির তরফে মুকুল রায়, সায়ন্তন বসু এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার কথা হয় অমিত শাহের। তিনি যে এ মাসেই পশ্চিমবঙ্গে দু’দিন সময় দেবেন, সে কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও জানিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: বকেয়া ডিএ চলতি মাসেই, বললেন মুখ্যমন্ত্রী, প্রতারণামূলক ঘোষণা, বলছে কর্মী সংগঠনগুলি
অমিত শাহ এক দিন কলকাতা সফর করবেন, আর এক দিন সময় দেবেন শিলিগুড়িতে। বৃহস্পতিবার দিল্লিতে মুকুল-সায়ন্তন-প্রতাপদের সঙ্গে বৈঠকে বসেন বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। অমিত শাহের সফর এবং নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফর নিয়ে সে বৈঠকে আলোচনা হয়। কোন দু’টো দিনে বাংলায় অমিত শাহকে চাইছে বিজেপি, সে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য কমিটির উপরেই ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নারদ যোগ? এ বার সাধন পাণ্ডের মেয়ের কাছে নথি তলব করল ইডি
দলের সর্বভারতীয় সভাপতির সফর এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা করতে ৫ জানুয়ারি রাজ্য কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দিলীপ ঘোষ। কোন তারিখে অমিত শাহ কলকাতায় এলে ভাল হয়, কোন তারিখে শিলিগুড়িতে, তা নিয়ে আলোচনা হবে ৫ জানুয়ারির বৈঠকে। কলকাতা এবং শিলিগুড়িতে ঠিক কী ধরনের কর্মসূচি রাখা হবে ওই দুই দিন, সে বিষয়েও সিদ্ধান্ত হবে ৫ জানুয়ারির বৈঠকেই।
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)