Advertisement
E-Paper

‘ভবিষ্যতের ভূত’ নিয়ে জট কাটান মুখ্যমন্ত্রী: অনীক

কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শন বন্ধ হলেও সর্বত্র হয়নি। পরিচালক অনীক দত্ত নিজেই তা স্বীকার করে নিলেন। কিন্তু একই সঙ্গে তাঁর বক্তব্য, লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন অধিকাংশ সিনেমা হল থেকে ছবিটি সরিয়ে নেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রহস্যের জট পরিষ্কার করুন। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৩
প্রেসিডেন্সির ছাত্রীদের সঙ্গে অনীক দত্ত। শুক্রবার। নিজস্ব চিত্র

প্রেসিডেন্সির ছাত্রীদের সঙ্গে অনীক দত্ত। শুক্রবার। নিজস্ব চিত্র

কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শন বন্ধ হলেও সর্বত্র হয়নি। পরিচালক অনীক দত্ত নিজেই তা স্বীকার করে নিলেন। কিন্তু একই সঙ্গে তাঁর বক্তব্য, লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন অধিকাংশ সিনেমা হল থেকে ছবিটি সরিয়ে নেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রহস্যের জট পরিষ্কার করুন।

সরকার বা পুলিশের বিরুদ্ধে নয়, ‘ভবিষ্যতের ভূত’ না দেখানোয় হল মালিকদের বিরুদ্ধে আগেই আইনি নোটিস পাঠিয়েছেন অনীক ও ছবির প্রযোজক কল্যাণময় চট্টোপাধ্যায়। শুক্রবার অনীক বলেন, ‘‘সরকার বা পুলিশের কাছ থেকে আমরা ছবি না দেখানোর বিষয়ে কোনও লিখিত নির্দেশ পাইনি। ফলে নোটিস দেওয়া হয়েছে হল মালিকদের।’’

বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘ভবিষ্যতের ভূত’ ছবির প্রদর্শনী বন্ধ থাকার প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে শুক্রবার একটি সভার আয়োজন করেন প্রেসিডেন্সির কয়েকজন পড়ুয়া। সেই অনুষ্ঠানে অনীক বলেন, ‘‘কার নির্দেশে এই ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে তার উত্তর দিন মুখ্যমন্ত্রী।’’

আরও পড়ুন: কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রশাসনের তরফ থেকে অবশ্য আগেই জানানো হয়েছিল, ছবিটি বন্ধের সরকারি নির্দেশ কখনওই কোনও হলকে দেওয়া হয়নি।

এ দিন অনীক বলেন, ‘‘বারাসত, সোদপুরের মতো কিছু জায়গায় কয়েকটি শো চলছে বলে শুনেছি। কিন্তু বাকি হলগুলি থেকে কেন ছবিটি সরিয়ে নেওয়া হল, তা এখনও আমার কাছে রহস্য।’’

আরও পড়ুন: বাঘ মারলে জেল হয়, বাঘরোল মারলে কী শান্তি, জোরালো হয়েছে প্রশ্ন

এ দিন প্রেসিডেন্সির সভায় উপস্থিত ছিলেন মমতাশঙ্কর। তিনি অনুরোধের সূরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘মমতাদি ব্যাপারটার মধ্যে আসুন, কেন এটা হচ্ছে একটু দেখুন। মমতাদি সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।’’

Anik Dutta Bhobishyoter Bhoot Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy