Advertisement
E-Paper

রাত ৯টা, শিলিগুড়ি পৌঁছলেন মন্ত্রীরা

মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপে বিশেষ কনভয়ে তাঁরা পাহাড় ছাড়লেন। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য রেখে গেলেন এক রাশ চিন্তা। রাত ৯টায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে খবর এল, মন্ত্রীরা ‘সেফলি রিচড’।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০৪:৩৮
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বিকেল তখন প্রায় চারটে। ঘণ্টাখানেক আগে দার্জিলিঙে মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে। শিলিগুড়ির পথে পাড়ি দেওয়ার তোড়জো়ড় করছেন মন্ত্রীরা। আচমকা বাইরে অগ্নিগর্ভ পরিস্থিতি। যার জেরে রাজভবনেই মন্ত্রীদের বসে থাকতে হল সওয়া পাঁচটা পর্যন্ত। তার পরে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপে বিশেষ কনভয়ে তাঁরা পাহাড় ছাড়লেন। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য রেখে গেলেন এক রাশ চিন্তা। রাত ৯টায় শিলিগুড়ি থেকে দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে খবর এল, মন্ত্রীরা ‘সেফলি রিচড’।

রাজভবনে আটকে থাকার সময়ে সব মন্ত্রীর কাছেই বারবার ফোন আসছিল। ঘনঘন মেসেজও। প্রশ্ন একই— সব ঠিক আছে তো! মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, ‘‘বারবার ফোন এবং মেসেজ এসেছে। খুব উৎকণ্ঠায় সময় কেটেছে।’’ তৃণমূলের পাহাড় পর্যবেক্ষক অরূপ বিশ্বাস জনে জনে মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। কয়েক জন মন্ত্রী বাড়িতে ফোন করেও জানিয়েও দেন, চিন্তা নেই।

বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পাইন গাছের নীচে চেয়ার টেনে বসেন ফিরহাদ হাকিম। পাশে এসে বসেন অরূপবাবু। খানিক পরে আসেন গৌতম দেব। উদ্বিগ্ন মুখে পায়চারি করতে দেখা যায় পূর্ণেন্দু বসুকে।

দফায় দফায় পরিস্থিতির খোঁজ নিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীরাও খবর নিচ্ছিলেন, কোথায় বিক্ষোভ দেখাচ্ছে মোর্চা। কেউ আবার খবর নিলেন, কেমন আছেন পর্যটকেরা? মুখ্যমন্ত্রী-সহ পুরো মন্ত্রিসভা, রাজ্য পুলিশের ডিজি মুখ্যসচিবরা থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি হল, সে প্রশ্ন নিয়েও ইতিউতি আলোচনা করতে শোনা গেল প্রবীণ মন্ত্রীদের অনেককেই। পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের কথাও জনান্তিকে জানিয়েছেন তাঁরা।

এ দিন সবাই নেমে গেলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দার্জিলিঙে রয়ে যান অরূপবাবু। ফিরহাদ হাকিম বলেন, ‘‘দিদি (মুখ্যমন্ত্রী) পাহাড়ে থাকছেন। তাই শান্তি ফেরা নিয়ে কোনও সংশয় নেই। যারা এ দিন পাহাড়ে আগুন জ্বালাল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

নীচে নামতে


ভোর ৬টা থেকে দু’ ঘণ্টা অন্তর শিলিগুড়ি-কলকাতা বাস।
ভোর ৫টা থেকে বাগডোগরা বিমানবন্দর খোলা। এনজেপিতে হেল্প সেন্টার।

দিনভর

• সকাল ১০টা: ভানুভবনের মুখে মোর্চার মিছিল আটকাল পুলিশ দুপুর ১টা: রাজভবনে ঢুকলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২.৪৫: মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মমতা ৩.৩০: হঠাৎ ক্ষিপ্ত মোর্চা। পুলিশের দিকে ইট বৃষ্টি। পুলিশের গাড়িতে আগুন বিকেল ৪টে: মোর্চার বিক্ষোভ সামলাতে পিছু হটে পুলিশ। শেষে লাঠি চার্জ, কাঁদানে গ্যাস ৪.৩০: জিমখানা ক্লাব, মহাকাল মন্দির থেকে মোর্চার ইট বৃষ্টি

• ৪.৪৫: প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। সেনা তলবের সিদ্ধান্ত ৫.১০: ১২ ঘণ্টা পাহাড় বন্‌ধের ডাক দিল মোর্চা রাত ৮টা: সেনা নামল পাহাড়ে

Mamata Banerjee TMC Hill Darjeeling Gorkha Janmukti Morcha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy