Advertisement
০৭ মে ২০২৪

জাল নোট-সহ বাংলাদেশি গ্রেফতার

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করলেন উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট শাখার অফিসারেরা। শুক্রবার সন্ধ্যায় বারাসতের ডাকবাংলো মোড় থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শরিফ আশরাফুল আলম (৪৭)। সে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:২৯
Share: Save:

এক সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করলেন উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট শাখার অফিসারেরা। শুক্রবার সন্ধ্যায় বারাসতের ডাকবাংলো মোড় থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শরিফ আশরাফুল আলম (৪৭)। সে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি জাল ভারতীয় পাসপোর্ট, প্রায় চার হাজার টাকার জাল ভারতীয় নোট, তিনটি

সিম কার্ড ও নগদ ৭৭ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল শরিফ। কলকাতার কিড স্ট্রিটে যাওয়ার কথা ছিল তার। জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও জেরা করেছেন শরিফকে। গোয়েন্দাদের অনুমান, জাল ভারতীয় পাসপোর্টে বাংলাদেশিদের ছবি লাগিয়ে তাঁদের আরবে পাঠানোর চক্রের সঙ্গে যুক্ত শরিফ। শনিবার শরিফকে বারাসত আদালতে তোলা হয়। সেখানে বিচারক তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এ দিকে, ওই রাতেই কলকাতা বিমানবন্দর থানা এলাকার বাবলাতলা থেকে পঞ্চাশটি এক হাজার টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ সাদিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নোটগুলি পাচারের চেষ্টা করছিল সাদিক। পুলিশের দাবি, সাদিক একটি বড় জাল নোট চক্রের সঙ্গে যুক্ত। সেই চক্রটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE