Advertisement
০৫ মে ২০২৪
Ganja

১৯৩ কিলোগ্রাম গাঁজা বোঝাই দুটি গাড়ি আটকাল পুলিশ, আসানসোলে এক মহিলা-সহ গ্রেফতার চার

গোপন সূত্র খবর পেয়ে পুলিশ আসানসোলের জুবলি মোড়ে অভিযান চালিয়েছিল। তারা দুটি গাড়ি আটক করে। গাড়িতে ছিলেন এক মহিলা-সহ চার জন। তাঁদের দুটি গাড়ি থেকে ১৯৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়।

ganja

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫১
Share: Save:

১৯৩ কিলোগ্রাম গাঁজা নিয়ে দুটি গাড়িতে পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পাচারকারীদের গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা-সহ চার জনকে পাকড়াও করা হয়েছে। এত পরিমাণ গাঁজা তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

রবিবার মধ্যরাতে গোপন সূত্র খবর পেয়ে পুলিশ আসানসোলের জুবলি মোড়ে অভিযান চালিয়েছিল। তারা দুটি গাড়ি আটক করে। গাড়িতে ছিলেন এক মহিলা-সহ চার জন। তাঁদের দুটি গাড়ি থেকে ১৯৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে চায় পুলিশ। এই মামলার সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘ধৃতদের মধ্যে ধনঞ্জয় সিংহ নামে এক জন রয়েছেন। তাঁর বাড়ি আসানসোলের জামুড়িয়ায়। বাকি তিন জন ওড়িশার বাসিন্দা। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করা হবে।’’

এত পরিমাণ মাদক পাচারের চেষ্টার পিছনে বড় কোনও চক্র রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তা ছাড়া, ওই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এখনও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা স্পষ্ট হয়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganja Asansol police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE