সমাজমাধ্যমে ভারতবিরোধী পোস্টের অভিযোগে আবার গ্রেফতারির ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাটোয়ার দাঁইহাট মোকামপাড়ার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি মিলন শেখ নামে এক যুবককে পাকড়াও করেছে পুলিশ।
অভিযোগ, মিলন ফেসবুকে লিখেছিলেন, ‘‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্থানের কাছে পরাজয় স্বীকার করল ভারত। খুশিতে একটা নাগিন ডান্স দেওয়া যাক।’’ এই রকম আরও কয়েক’টি ফেসবুক পোস্ট দেখে মিলনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তাঁর এলাকারই কয়েক জন বাসিন্দা। তা ছাড়া রবিবার দুপুরে এলাকার কিছু মানুষ মোকামপাড়ায় মিলনের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। যুবক অবশ্য ওই সময় বাড়িতে ছিলেন না। পরে অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ মোকামপাড়া এলাকায় যায়। স্থানীয় বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে রবিবার রাতে মিলনকে গ্রেফতার করা হয়।
গত সপ্তাহে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে কাটোয়ারই দাঁইহাটের আর এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযুক্তের নাম শরিফ শেখ। অভিযুক্ত অবশ্য মুম্বইয়ে থাকেন। পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে গ্রেফতার করে আনার জন্য কাটোয়া পুলিশের একটি দল সেখানে গিয়েছে। এ বার মিলনের বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ।
আরও পড়ুন:
সোমবার ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে হাজির করায় কাটোয়া থানার পুলিশ। আদালতে যাওয়ার পথে মিলন জানান, তাঁকে গ্রেফতার করার কারণ জানেন না তিনি। তিনি বলেন, ‘‘ফেসবুকে একটা ছবি ‘শেয়ার’ করেছি। কী ছবি ‘শেয়ার’ করেছিলাম, মনেও নেই।’’ পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে ধৃতের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। উস্কানিমূলক মন্তব্য করা, এলাকায় দাঙ্গা পরিস্থিতি তৈরি চেষ্টা-সহ নানা অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৪৭,১৫২ এবং ২৯৯ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কাটোয়া থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।