দলের গোঁজ প্রার্থীদের নিয়ে ভাতার ও মেমারি ২ ব্লক শুরু থেকেই মাথাব্যথা ছিল জেলা তৃণমূল নেতৃত্বের। ভোটের দিন ওই দুই ব্লকই বিক্ষিপ্ত অশান্তি দেখল তৃণমূল বনাম নির্দল লড়াইয়ে।
অথচ প্রচারপত্র ছড়িয়ে ভোটের লড়াই থেকে নির্দলদের (আদতে তৃণমূলের গোঁজ) দূরে থাকার নির্দেশ দিয়েছিল জেলা তৃণমূল। হুঁশিয়ারি না মানলে দলগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। সেই হুঁশিয়ারি মেনে কয়েক জন নির্দল প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু, অনেকেই নিষেধাজ্ঞা মানেননি। সোমবার ভোটের দিন ওই অংশের সঙ্গেই গোলমাল বাধল তৃণমূলের। বেশ কিছু জায়গায় নির্দলদের দাপটে পিছিয়ে আসতে হল শাসকদলকেই!
জেলায় তৃণমূলের গোঁজ প্রার্থী সবচেয়ে বেশি ভাতার ব্লকে। ঝামেলাও সেখানে বেশি হয়েছে। এ দিন দুপুর আড়াইটে নাগাদ ভাতারের সন্তোষপুরে নির্দল ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, নির্দল সমর্থকেরা শাসকদলের প্রার্থী জাহানারা খাতুনের উপরে চড়াও হয়ে তাঁকে মারধর করেন। পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। আহত জাহানারাকে প্রথমে ভাতার স্বাস্থ্যকেন্দ্র পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে হটিয়ে দেয়। জাহানার বিপক্ষে থাকা নির্দল প্রার্থী ফিরোজা বিবি যদিও বলেন, ‘‘এখানে আমরাই তো কোণঠাসা! আমরা হামলা চালাব কী করে? যা গোলমাল পাকানোর ওরাই পাকিয়েছে।’’