চলন্ত ট্রেনে আত্মঘাতী রেল পুলিশের এক কনস্টেবল। মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। চলন্ত ট্রেনে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের পালসিট স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে।
রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করছিলেন শুভঙ্কর। রাত সাড়ে ১২টা নাগাদ পালসিট স্টেশনের কাছে ট্রেনটি পৌঁছতেই নিজের সার্ভিস রিভলভার বার করে আত্মঘাতী হন তিনি। ওই ঘটনার আগে কনস্টেবলের মোবাইলে একটি ফোন এসেছিল। তার পরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন হাওড়া রেল পুলিশের সুপার পঙ্কজ দ্বিবেদী।
শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড়নীলপুরে। রেল পুলিশ সূত্রে খবর, কী কারণে কনস্টেবল আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। মানসিক অবসাদ না কি অন্য কোনও কারণ, খতিয়ে দেখা হচ্ছে তা।