Advertisement
০৩ মে ২০২৪
Ayodhya Ram Mandir

মোদীর ডাকে পোয়া বারো মৃৎশিল্পীদের

রামমন্দিরের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। আর সেই বার্তায় সাড়া দিয়ে শুরু হয়েছে প্রদীপ কেনার হিড়িক।

কল্পতরু কলোনিতে।

কল্পতরু কলোনিতে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ০৮:৩৮
Share: Save:

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হাসি ফুটেছে দুর্গাপুরের কুমোরপাড়া ও দশকর্ম ভান্ডারগুলির মালিক এবং মৃৎশিল্পীদের। তাঁরা জানান, প্রদীপ ও সলতে বিপুল সংখ্যায় বিক্রি হচ্ছে।

রামমন্দিরের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। আর সেই বার্তায় সাড়া দিয়ে শুরু হয়েছে প্রদীপ কেনার হিড়িক। দুর্গাপুরের কল্পতরুনগর কলোনির বিনোদ পণ্ডিত জানান, এই সময়ে প্রদীপ বানানো হয় না। কিন্তু ক্রেতাদের চাহিদার জেরে জোরকদমে সপরিবার প্রদীপ বানাতে শুরু করেছেন তাঁরা।

শনিবার দেখা গেল টোটোতে, অটোতে, স্কুটি করে এসে ব্যাগ ভরে প্রদীপ কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অমলা রায় এসেছিলেন প্রদীপ কিনতে। তিনি বলেন, “রাম যে দিন অযোধ্যায় ফিরেছিলেন, সে দিনটি আমরা দীপাবলি পালন করি। ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। গোটা বাড়ি প্রদীপ দিয়ে সাজাব।”

পাশাপাশি, দুর্গাপুর বাজারের একটি দশকর্ম দোকানের মালিক সোমনাথ রুজ জানান, গত দু-তিন ধরে বিভিন্ন এলাকার মানুষ আসছেন প্রদীপ কিনতে। বাঁকুড়া থেকে এক জন ক্রেতা ১,২০০ প্রদীপ ও সলতে কিনে নিয়ে গিয়েছেন। একই চিত্র দেখা গিয়েছে বেনাচিতি বাজার, মামরাবাজারেও। নিজস্ব সংবাদদাতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE