Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সংস্কৃতি যেখানে যেমন

বঙ্কিম-যুগের বিশিষ্ট রম্য রচনাকার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হল কেতুগ্রামে গঙ্গাটিকুরি গ্রামে। সাহিত্যিকের বাসভবন ‘ইন্দ্রালয়ে’ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ইন্দ্রনাথবাবুর উত্তরসূরীরা। অনুষ্ঠানে যোগ দেন গ্রামবাসীরাও।

কাটোয়ায় সঙ্গীতের আসর। নিজস্ব চিত্র।

কাটোয়ায় সঙ্গীতের আসর। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০০:৪৪
Share: Save:

ইন্দ্র-স্মরণে

কাটোয়া:

বঙ্কিম-যুগের বিশিষ্ট রম্য রচনাকার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হল কেতুগ্রামে গঙ্গাটিকুরি গ্রামে। সাহিত্যিকের বাসভবন ‘ইন্দ্রালয়ে’ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন ইন্দ্রনাথবাবুর উত্তরসূরীরা। অনুষ্ঠানে যোগ দেন গ্রামবাসীরাও। পরিবারের সদস্য সমরনাথবাবু জানান, সাহিত্যিকের লেখাপত্রগুলি সংরক্ষণেও পদক্ষেপ করা হবে। অনুষ্ঠানে পরিবারের সদস্য ব্রততী বন্দ্যোপাধ্যায়ের ‘ইন্দ্রস্মরণ’ পাঠ থেকে সাহিত্যিকের বহুমুখী প্রতিভা সম্পর্কে জানতে পারেন শ্রোতারা।

বর্ষপূর্তিতে গান

বর্ধমান ও দুর্গাপুর:

বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল বর্ধমানের লক্ষ্মীপুর–কাটাপুকুরের কোমল গান্ধার মিউজিক স্কুল। স্কুলের নিজস্ব ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে গান, নাচ, কবিতা পরিবেশন করেন শিক্ষার্থীরা। স্কুলের অধ্যক্ষা আইভি ভট্টাচার্য জানান, তাঁদের সংগঠন এ বার ১২তম বর্ষপূর্তি অনুষ্ঠান করল। বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করল দুর্গাপুরের ‘মণিদীপা সবপেয়েছির আসর’ নামে একটি সংগঠন। দয়ানন্দ রোডে সংস্থা চত্বরে শিল্পীরা নৃত্য, নাটক, সঙ্গীত পরিবেশন করে। সংস্থার তরফে জানানো হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং-এর যুগে শিশুদের সংস্কৃতিমনস্ক করে তুলতেই প্রতি বছর এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক সন্ধ্যা

কাটোয়া:

রবিবাসরীয় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কাটোয়ার ‘বহুবচন’ নামে একটি সংস্থা। রবীন্দ্র ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানটির উদ্বোধন করেন কবি চন্দ্রনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তুষার পণ্ডিত। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের রবীন্দ্র সঙ্গীতের পরিবেশনা নজর কাড়ে।

নাট্য উৎসব

দুর্গাপুর:

সম্প্রতি দুর্গাপুরের বিধাননগর সংস্কৃতি কেন্দ্রের তরফে আয়োজিত হল তিন দিনের নাট্য উৎসব। সংস্থার তরফে জানানো হয়েছে, উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৬টি দল যোগ দেয়। সংস্থার তরফে এসবি ভট্টাচার্য জানান, গত চার দশক ধরে তাঁরা নাট্যচর্চার সঙ্গে যুক্ত। উৎসবে সম্মাননা জানানো হয় দুর্গাপুরের ‘শিল্পায়ন’ নাট্যগোষ্ঠীর দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়।

কবিতার আসর

বর্ধমান:

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেয়েরা পরিবেশন করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাঞ্জেল ফাউন্ডেশন। বর্ধমানের বোরহাটের রোটারি ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশেন করে। ফাউন্ডেশনের সভাপতি নমিতা চৌধুরী জানান, অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছিলেন।

রবি-প্রণাম

বর্ধমান ও দুর্গাপুর:

রবীন্দ্র-জয়ন্তী উপলক্ষে নৃত্যানুষ্ঠানের আয়োজন করল প্রণবানন্দ নৃত্যকলা কেন্দ্র। সংস্থার তরফে, পিয়ালী ঘোষ জানান অনুষ্ঠানে শিক্ষার্থীরা একক ও সমবেত নৃত্য পরিবেশন করেন। ছোটনীলপুরের ভারত সেবাশ্রম সঙ্ঘের মণ্ডপে নৃত্যানুষ্ঠানটি হয়। রবীন্দ্র-স্মরণে গান, কবিতা পরিবেশন করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ অ্যাপ্লায়েড আর্ট। অনুষ্ঠানটি হয় টাউন হলে। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দেবেশ ঠাকুর। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুর্গাপুরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রম্যবীণা ও বিধান ভবনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। দু’দিন ধরে সংস্থার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশন করেন।

নৃত্যানুষ্ঠান

বর্ধমান:

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করল বর্ধমানের শাঁখারি পুকুরের অগ্রদূত সঙ্ঘ। অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় ও অতিথি শিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যবাসা প্রেরণা’র শিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক
দুর্গাপদ চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bardwan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE