বস্তাবন্দি এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে। বুধবার সকালে ওই বস্তাবন্দি দেহ হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর নর্সিংবাঁধ মিঠাই গলি এলাকায় দুটি নির্জন বাড়ির মধ্যেখানে একটি গলিতে পড়ে ছিল।
বুধবার ওই দেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা খবর দেন পুলিশকে। তার পর ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে দেহটির ময়নাতদন্ত করা হবে।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। যদিও তাদের অনুমান, মৃত ব্যক্তির বয়স ৪৫ বছরের আশপাশে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানারও চেষ্টা চলছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত হিরাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।