Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ভোটের টুকিটাকি

বিধানসভা ভোটের প্রচারে নামছে বাঘ! তবে কোনও দলের হয়ে নয়, জেলা প্রশাসনের ‘ম্যাসকট’ হয়ে। বর্ধমান জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় ভোটদাতাদের নিশ্চিন্তে বুথে যাওয়ার জন্য আবদেন জানিয়ে যে সমস্ত পোস্টার সাঁটছে, তার সব জায়গাতেই দেখা মিলবে ‘ম্যাসকট’ বাঘের। ওই ম্যাসকট আবার নির্ভয়ে ভোট দেওয়ারও আবেদন জানাবে।

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০১:৪২
Share: Save:

প্রচারে বাঘ

বর্ধমান: বিধানসভা ভোটের প্রচারে নামছে বাঘ! তবে কোনও দলের হয়ে নয়, জেলা প্রশাসনের ‘ম্যাসকট’ হয়ে। বর্ধমান জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় ভোটদাতাদের নিশ্চিন্তে বুথে যাওয়ার জন্য আবদেন জানিয়ে যে সমস্ত পোস্টার সাঁটছে, তার সব জায়গাতেই দেখা মিলবে ‘ম্যাসকট’ বাঘের। ওই ম্যাসকট আবার নির্ভয়ে ভোট দেওয়ারও আবেদন জানাবে। হঠাৎ ‘ম্যাসকট’-এর দরকার পড়ল কেন? জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় মানুষদের মধ্যে ভোট নিয়ে আকর্ষণ তৈরি করতেই ‘ম্যাসকট’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়।

ভাতারে বামাচরণ

ভাতার: বিধানসভা নির্বাচনে ভাতার কেন্দ্রের জন্য সিপিএম প্রার্থী হলেন বামাচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে দলের জেলা কমিটির সদস্য। দায়িত্ব সামলেছেন ভাতার জোনাল কমিটির সম্পাদকেরও। ভাতারের নারায়ণপুরের বাসিন্দা বামাচরণবাবু মোহনপুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষকও বটে। দলের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, ‘‘ভাতারে তিনি লড়াইয়ের মুখ। মিথ্যা মামলায় জেলও খাটতে হয়েছে তাঁকে।’’

নারদ-তোপ

বর্ধমান: নারদ কাণ্ড নিয়ে ফের তোপ দাগল বিরোধীরা। বুধবার কার্জন গেট চত্বরে আয়োজিত একটি পথসভা থেকে বিজেপির রাজ্য নেতা রাজকমল পাঠক তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘‘এই ঘটনার পরে তৃণমূলের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।’’

কালীগঞ্জে হামলা

দুর্গাপুর: সিপিএমের হোর্ডিং, পতাকা খুলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জ এলাকায়। ‘সমাধান’ অ্যাপের মাধ্যমে রাতেই অভিযোগ করে সিপিএম। পরে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও পাঠানো হয়। সিপিএমের অভিযোগ, এ দিন রাত ১১টা নাগাদ নিউটাউনশিপ থানা এলাকার কালীগঞ্জ এলাকায় কৃষকসভার অফিসের পতাকা খুলে ফেলে দেয়। আশপাশে দলের পক্ষ থেকে যে সব হোর্ডিং লাগানো হয়েছিল, সেগুলি খুলে দেওয়া হয়। দলীয় কর্মী-সমর্থকদের হুমকিও দেওয়া হয়। সিপিএমের দুর্গাপুর পূর্ব জোনাল সম্পাদক পঙ্কজ রায় সরকার অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল নেতা তথা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কর্মাধ্যক্ষ স্বাধীন ঘোষের নেতৃত্বে তাদের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষকে আতঙ্কিত করতে ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল।’’ তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা স্বাধীনবাবু বলেন, ‘‘পায়ের তলায় মাটি নেই সিপিএমের। তাই এ ভাবে মিথ্যে অভিযোগ এনে নিজেদের গুরুত্বপূর্ণ করতে চাইছে ওরা।’’

প্রচারে নন্দলাল

বুদবুদ: গলসি ১ ব্লকের পারাজ পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে বুধবার প্রচার সারলেন গলসি বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দলাল পণ্ডিত। কোদাইপুর, সিমনুড়, রূপপুর-সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vote campaign assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE