Advertisement
৩০ এপ্রিল ২০২৪
দুর্গাপুরে অবরোধ তৃণমূলের

মমতার ছবি নষ্টে অভিযুক্ত বিজেপি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিজেপি-তৃণমূল চাপান-উতোর তৈরি হল দুর্গাপুরে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০২:৪৩
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিজেপি-তৃণমূল চাপান-উতোর তৈরি হল দুর্গাপুরে। শহরের কুড়ুরিয়াডাঙা এলাকার এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, বিজেপি-র কর্মীরা এর সঙ্গে যুক্ত। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে তৃণমূল। পুলিশ অবরোধ তোলে। বিজেপি যদিও অভিযোগ মানতে চায়নি।

বৃহস্পতিবার সকালে ১১ নম্বর ওয়ার্ডে কুড়ুরিয়াডাঙায় তৃণমূল কর্মীরা দেখেন, নতুন জেলা উপলক্ষে রাস্তার পাশে লাগানো মুখ্যমন্ত্রীর দু’টি ফ্লেক্স নষ্ট করে দেওয়া হয়েছে। খবর পেয়ে দলের আরও কর্মী-সমর্থক ভিড় করেন। তাঁদের অভিযোগ, বিজেপি কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে। এর পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে কুড়ুরিয়াডাঙা মোড়ে রাস্তা অবরোধ করেন তাঁরা।

ঘটনাটি নিয়ে দুর্গাপুর থানায় তাঁরা অভিযোগ করেছেন দুর্গাপুর ২ ব্লক তৃণমূল সভাপতি শরবিন্দু (বিপ্লব) বিশ্বাস। তাঁর অভিযোগ, ‘‘উত্তরপ্রদেশের বিজেপি যুবনেতা মুখ্যমন্ত্রীর মাথার দাম ঘোষণা করার পরে ওদের কর্মীরা এই ঘৃণ্য কাজ করেছেন। নতুন জেলা পেয়ে দুর্গাপুরের সাধারণ মানুষ খুশি। মানুষই এর যোগ্য জবাব দেবেন।’’ বিজেপি নেতা অমিতাভ মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘এমন নোংরা কাজ বিজেপি কর্মীরা করেন না। তৃণমূলই এ সব করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে।’’

এরই মধ্যে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য উত্তরপ্রদেশের ওই বিজেপি যুবনেতা যোগেশ ভার্সনের বিরুদ্ধে দুর্গাপুরে কোকআভেন থানায় অভিযোগ করেছে তৃণমূল। দলের নেতা সুনীল চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের বরো চেয়ারপার্সেন শেফালী চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE