‘রোগ নেব না, রোগ দেব না, সুস্থ শরীর চাই/ নির্মল বাংলা অভিযানে গড়ে তোল সুস্থ জীবন ভাই।’ — একতারার সুরে এমন আবেদন শুনে থমকে দাঁড়িয়ে পড়েলেন পথচলতি মানুষ। বুধবার দিনভর বর্ধমানের স্বপন বাউলের সচেতনতার গান শুনতে এমনই উৎসাহ দেখা গেল কাটোয়ার বিভিন্ন এলাকায়।
কখনও গোয়েঙ্কা মোড়, কখনও বা হাসপাতাল চত্বর— দিনভর কাটোয়ার রাস্তায় ঘুরে বেড়ালেন স্বপন। তাঁর সচেতনতার গান শুনে খুশি বাসিন্দারাও। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে নয়ন পাল নামে এক জন বলেই ফেললেন, ‘‘ডেঙ্গি, নির্মল বাংলার প্রচার দেখেছি। কিন্তু গানে গানে এমন লোকশিক্ষা আগে তো দেখিনি।’’
জেলার উত্তর থেকে দক্ষিণ— টানা এক মাস ধরে এমন লোকশিক্ষার কথা বলে চলেছেন বর্ধমানের খাজা আওয়ার বেড়ের বাসিন্দা স্বপন বাউল। এমন অভিনব-প্রচারের পরিকল্পনার শুরুটা অবশ্য মাস চারেক আগে। জেলাশাসক আর নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিয়ে তখন পথে পথে বেরিয়ে পড়েন ভোট-সচেতনতা বাড়াতে। নির্বাচন কমিশনের ‘মতদতা মহোৎসবে’ ডাক পান তিনি। রয়েছে রাজ্য সরকারের দেওয়া সচিত্র পরিচয়পত্রও। জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গি প্রতিরোধ ও নির্মল বাংলার প্রচার শুরুর আগে অবশ্য তিনি জেলা পরিষদের সভাধিপতির অনুমতি নিয়েছেন বলে জানান স্বপন।
তবে এমন করে প্রচার চালাতে এক পয়সাও রোজগার হয় না বাউলের। তা হলে প্রচার চালানো কেন? একতারা হাতে স্বপন বলে ফেলেন, ‘‘বাউলের দর্শন আর বর্ধমানের মানুষকে ভালবেসেই কাজ করে যাই।’’