Advertisement
০৩ মে ২০২৪

বিলগ্নিকরণ নয়, বিকল্প পথের দাবি মন্ত্রীর কাছে

অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সিটু ও আইএনটিইউসি-র যৌথ প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহের সঙ্গে দেখা করল। কারখানাকে বাঁচাতে মন্ত্রীর কাছে বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি সিটুর।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ০১:১৪
Share: Save:

অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার সিটু ও আইএনটিইউসি-র যৌথ প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহের সঙ্গে দেখা করল। কারখানাকে বাঁচাতে মন্ত্রীর কাছে বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি সিটুর।

এএসপি-তে তৈরি বিশেষ ধরণের অ্যালয় স্টিল প্রতিরক্ষা, মহাকাশ গবেষণাতেও ব্যবহৃত হয়। সম্প্রতি বাতিল আকরিক থেকে কী ভাবে ভাল মানের ইস্পাত তৈরি করা যায়, তার প্রযুক্তির খোঁজে খড়গপুর আইআইটি-র সঙ্গে চুক্তিও করে এএসপি। কিন্তু শ্রমিক সংগঠনগুলির দাবি, গত ২৯ নভেম্বর মুম্বই স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডে সেল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানান, ভদ্রাবতী, সালেমের ইস্পাত কারখানা ও দুর্গাপুরের এএসপি কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্ত আর্থিক বিষয়ক (ইকোনমিক অ্যাফেয়ার্স) ক্যাবিনেট কমিটি অনুমোদন করেছে।

কারখানা বিলগ্নিকরণের অভিযোগ তুলে আগেই আন্দোলনে নামে সিটু। সেল কর্তৃপক্ষের চিঠি দেওয়ার খবর পাওয়ার পরে সিটু-র সঙ্গে যোগ দেয় আইএনটিইউসিও। পরে আসরে নামে আইএনটিটিইউসি। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন সিটু-র সর্বভারতীয় সম্পাদক তপন সেন, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, দুর্গাপুরের বর্তমান সিপিএম বিধায়ক, প্রাক্তন সাংসদ এবং ডিএসপি, এএসপি-র দুই সংগঠনের নেতৃত্ব।

শ্রমিক নেতৃত্বের দাবি, এএসপি-তে লগ্নি করে বিশেষ ইস্পাত তৈরির ক্ষমতা বাড়ানো দরকার। ইস্পাত মন্ত্রীকে এই দাবিও জানান তাঁরা। এ ছাড়া ডিএসপি-র আয় বাড়াতে বার্ষিক উৎপাদন ক্ষমতা দুই মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন টন করারও দাবি জানানো হয়। বর্তমানে ডিএসপি-র মোট উৎপাদনের মাত্র ২৩ শতাংশ ‘ফিনিসড প্রডাক্ট’।

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, দেশের অন্য রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার আধুনিকীকরণে বহু বরাদ্দ হলেও এএসপি-র ভাগ্যে শিকে ছেঁড়েনি। সিটু অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন’-এর ডিএসপি-র যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন, ‘‘প্রতিনিধি দলের তরফে বিলগ্নিকরণের বদলে কারখানা চালু রাখার জন্য বিকল্প সব প্রস্তাবের কথা জানানো হয়েছে মন্ত্রীকে।’’ তিনি আরও জানান, ইতিমধ্যেই সাংসদ তপনবাবু রাজ্যসভায় বিষয়টি তুলেছেন। দাবি না মানা হলে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি আইএনটিইউসি অনুমোদিত ‘হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন’-এর ডিএসপি-র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

INTUC TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE