Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
দুর্গাপুরের ইএসআই হাসপাতাল

রোগীর পড়ে মৃত্যুতে গাফিলতির অভিযোগ

কর্তৃপক্ষের অবহেলার জেরে দোতলার ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। পুলিশ জানায়, মৃতের নাম সুকান্ত চক্রবর্তী (৩৩)। বাড়ি শহরের কোকওভেন থানার তেঁতুলতলা দক্ষিণাঞ্চল এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০১:৪৯
Share: Save:

কর্তৃপক্ষের অবহেলার জেরে দোতলার ছাদ থেকে পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। পুলিশ জানায়, মৃতের নাম সুকান্ত চক্রবর্তী (৩৩)। বাড়ি শহরের কোকওভেন থানার তেঁতুলতলা দক্ষিণাঞ্চল এলাকায়। পুলিশ জানায়, হাসপাতাল সংক্রান্ত বিষয় দেখার জন্য গঠিত প্রশাসনিক কমিটির কাছে অভিযোগ পাঠিয়ে দেওয়া হবে।

পুলিশের কাছে মৃতের বাবা শান্ত চক্রবর্তী অভিযোগ করেন, পেটে ব্যথা নিয়ে রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ সুকান্ত ভর্তি হন ইএসআই হাসপাতালে। সোমবার সকাল-বিকেল তিনি ও তাঁর ছোট ছেলে হাসপাতালে ছেলের সঙ্গে কথাবার্তা বলে আসেন। সন্ধে সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে তাঁদের ফোন করে জানানো হয়, সুকান্ত বিছানা থেকে পড়ে গিয়েছেন। শান্তবাবুর অভিযোগ, তাঁরা হাসপাতালে গিয়ে অন্য রোগীদের কাছে জানতে পারেন, সুকান্ত হাসপাতালের দোতলার ছাদ থেকে পড়ে জখম হয়েছেন। কৈফিয়ত চাইতে গেলে হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। পরে রাত সাড়ে ৯টা নাগাদ ছেলেকে কোনও মতে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তিনি। রাত ১টা নাগাদ সেখানেই মৃত্যু হয় একটি বেসরকারি কারখানার ঠিকা শ্রমিক সুকান্তের।

শান্তবাবুর ক্ষোভ, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই আমার ছেলের অকালে মৃত্যু হল। এক জন রোগী ওয়ার্ড ছেড়ে বেরিয়ে ছাদে চলে গেল, তা দেখার কেউ নেই! কী ভাবে এমন ঘটল তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছি।’’

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুকান্তবাবুকে যে ওয়ার্ডে রাখা হয়েছিল সেটি দোতলাতেই। এক কর্মী বলেন, ‘‘ওয়ার্ড থেকে তুলনামূলক সুস্থ রোগীদের অনেকেই বেরিয়ে সামনের ছাদে গিয়ে সময় কাটান। কিছুক্ষণ পরে ফিরেও আসেন। কী ভাবে ওই রোগী পড়ে গেলেন, বোঝা যাচ্ছে না।’’ হাসপাতালের সুপার শোভন পাণ্ডার বক্তব্য, ‘‘হাসপাতালের কাজে বাইরে রয়েছি। দুর্ঘটনার কথা শুনেছি। কী ভাবে এমন ঘটল, হাসপাতালে ফিরে খোঁজ নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE