Advertisement
৩০ এপ্রিল ২০২৪

কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিক্ষোভ

গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের ইটাহারে ভোট চলাকালীন বুথ থেকে ভোটকর্মী, স্কুলশিক্ষক রাজকুমার রায়কে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

 প্রশিক্ষণ চলাকালীন আসানসোলের একটি স্কুলে। নিজস্ব চিত্র

প্রশিক্ষণ চলাকালীন আসানসোলের একটি স্কুলে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদাতা
আসানসোল শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০৬:৪৯
Share: Save:

ভোটের দিন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখালেন ভোটকর্মীদের একাংশ। রবিবার আসানসোলের চেলিডাঙার কাছে একটি বালিকা বিদ্যালয়ের ঘটনা। ওই কর্মীদের অভিযোগ, ভোটকেন্দ্রে মজুত রাজ্য পুলিশ কর্তব্যরত কর্মীদের যথাযথ নিরাপত্তা দিতে পারেন না। তাই ভোট চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনির দাবি জানান তাঁরা। বিক্ষোভের জেরে কিছুক্ষণ প্রশিক্ষণ বন্ধ থাকে। পরে আধিকারিকেরা ভোটকর্মীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের ইটাহারে ভোট চলাকালীন বুথ থেকে ভোটকর্মী, স্কুলশিক্ষক রাজকুমার রায়কে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরের দিন রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এ দিন বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা রাজকুমার রায় হতে চাই না।’ বিক্ষোভকারীদের তরফে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের নেতা চিরঞ্জিত ধীবর বলেন, ‘‘রাজ্যের পুলিশ ভোট কর্মীদের সঠিক নিরাপত্তা দিতে পারে না। তাই আমরা ফের রাজকুমার রায় হতে চাই না বলে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনি মোতায়েনের দাবি তুলেছি।’’ মহকুমা পুলিশের এক আধিকারিক অবশ্য দাবি করেন, তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন ভোটকর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Poling Agents Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE