Advertisement
E-Paper

নির্দল প্রার্থী হওয়ার জন্য মেয়েকে অপহরণ করা হয়েছে! অভিযোগ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে

পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন শিল্পা মণ্ডল। তাঁকে বিজেপি সমর্থন করেছিল। শিল্পার অভিযোগ, নির্দল প্রার্থী হওয়ার পর থেকে তৃণমূলের তরফে নানা হুমকি এসেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৭:১০
Political Row over an independent candidate’s daughter alleged kidnap

অপহৃতা মেয়ের ছবি হাতে মা। —নিজস্ব চিত্র।

বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হওয়ার জন্য শাসকদলের অঙ্গুলেহলনে তাঁর নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ করলেন এক মহিলা। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার নবগ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। অন্য দিকে, শিল্পা মণ্ডল নামে ওই নির্দল প্রার্থীর পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ। এ নিয়ে বুধবার শোরগোল ওই এলাকায়।

এ বারের পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছিলেন শিল্পা। তাঁকে বিজেপি সমর্থন করেছিল। শিল্পার অভিযোগ, নির্দল প্রার্থী হওয়ার পর থেকে তৃণমূলের তরফে নানা হুমকি এসেছে। কিন্তু তিনি ভোটে লড়ার সিদ্ধান্তে অবিচল ছিলেন। তার পরেই তাঁর নাবালিকা কন্যা তিথি মণ্ডল অপহৃত হয়। তাঁর কথায়, ‘‘আমার ১০ বছরের মেয়েকে গত ২ জুলাই অপহরণ করা হয়। তার আগে তাপস মণ্ডল নামে এক তৃণমূল কর্মী আমার মেয়েকে হুমকি দেয়। আমার মেয়ের অপহরণের পিছনে তৃণমূলের কয়েক জন আছে। তাদের নাম পুলিশকে জানিয়েছি, অবিলম্বে মেয়েকে ফেরত চাই। নাহলে বৃহত্তর আন্দোলন করব।’’ শিল্পা এ-ও জানান, এ নিয়ে পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ১০৮ দিন কেটে যাওয়ার পরেও এক জন অভিযুক্তও ধরা পড়েনি। মেয়েরও কোনও খোঁজ পাননি। এই অবস্থায় রাজ্য পুলিশের ওপর ভরসা না করে সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।

বস্তুত, দিন কয়েক আগে পণ্ডবেশ্বরের হরিপুরের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ ওই পরিবারকে নিয়ে অনশনে বসে। তখন পুলিশ এসে আশ্বাস দেয় যে দ্রুত ছোট্ট তিথিকে উদ্ধার করবে তারা। কিন্তু এখনও মেয়েকে ফিরে পাননি মা। তাই বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। ওই সময় পুলিশ এসে তাঁদের আটকে দেয়। এ বার সিআইডিকে তদন্তের আশ্বাস দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে বাউরি সমাজ। তবে দ্রুত ব্যবস্থা না নিলে সিবিআই তদন্তের দাবিতে তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ। এ নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ মণ্ডল বলেন, ‘‘শিল্পা মণ্ডল বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়াই করেছিলেন। তার পরেই তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে।’’ হুঁশিয়ারি দিয়ে বিধায়ক জানান, পুলিশ যদি সদর্থক ভূমিকা না নেয়, বিজেপির তরফে ধারাবাহিক আন্দোলন শুরু হবে।

অন্য দিকে, ওই অপহরণ কাণ্ডের সঙ্গে তাঁদের কোনও রকম সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে শিশু এবং নারীরা সবচেয়ে সুরক্ষিত। তৃণমূল এমন একটা ঘটনার সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকতে পারে না।’’ তাঁর দাবি, অপহরণের ঘটনার সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনীতি করছে বিজেপি।

Durgapur Kidnap Kidnap Cases Independent Candidate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy