স্টেশনে তৎকাল টিকিটের কালোবাজারি করার অভিযোগে এক রেলকর্মীকে গ্রেফতার করল আরপিএফ। ধৃত রেলকর্মীর নাম মুস্তাক আনসারি। বরাকর স্টেশনে শান্টম্যানের কাজ করতেন তিনি। আরপিএফ সিকিউরিটি কমিশনার রাহুল রাজ জানান, বরাকরের আরপিএফ ও সিআইবি যৌথ ভাবে অভিযান চালিয়ে রেলকর্মী মুস্তাককে কুমারডুবি রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে দু’টি পরিবারের তৎকাল টিকিট ও ৫,০৮০ টাকা নগদ উদ্ধার হয়েছে।
আরপিএফ সূত্রে খবর, মুস্তাকের দাবি, কিছু গরিব যুবককে তৎকাল টিকিটের লাইনে দাঁড় করিয়ে ২০০-৪০০ টাকার বিনিময়ে রেল যাত্রীদের টিকিট পাইয়ে দেওয়ার কাজ করেন তিনি। আরপিএফ শনিবার ঝাড়খণ্ডের ধানবাদ আদালতে তাঁকে পেশ করে। বিচারক অভিযুক্তকে জামিন দিয়েছেন। তদন্ত চালিয়ে যাচ্ছে আরপিএফ আধিকারিকেরা।