Advertisement
২৯ এপ্রিল ২০২৪

দেওয়ালে নাম শিবদাসনের, মুছল রাতারাতি

প্রার্থীর তালিকা এখনও ঘোষণা করেনি দল। তা সত্ত্বেও তৃণমূলের প্রার্থী হিসেবে ভি শিবদাসনের নামে দেওয়াল লিখন হল জামুড়িয়ায়। সে নিয়ে চাপানউতোর তৈরি হওয়ার পরে তড়িঘড়ি দেওয়াল লিখনগুলি মুছেও দেওয়া হয়েছে।

(উপরে) রবিবার দেখা গিয়েছিল এমন দেওয়াল লিখন। (নীচে) সোমবার তা মুছে ফেলা হয়। নিজস্ব চিত্র।

(উপরে) রবিবার দেখা গিয়েছিল এমন দেওয়াল লিখন। (নীচে) সোমবার তা মুছে ফেলা হয়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জামুড়িয়া শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০২:২৬
Share: Save:

প্রার্থীর তালিকা এখনও ঘোষণা করেনি দল। তা সত্ত্বেও তৃণমূলের প্রার্থী হিসেবে ভি শিবদাসনের নামে দেওয়াল লিখন হল জামুড়িয়ায়। সে নিয়ে চাপানউতোর তৈরি হওয়ার পরে তড়িঘড়ি দেওয়াল লিখনগুলি মুছেও দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানিগঞ্জের চাপুই-কোয়ারডি রাস্তার ধারে কোয়ারডি আদিবাসী পাড়ার কাছে দেখা যায়, তৃণমূলের আসানসোল জেলা সভাপতি শিবদাসনকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে দেওয়াল লেখা হয়েছে। সোমবার সকালে ওই লিখন মুছে ফেলা হলেও বিষয়টি নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল সূত্রের খবর, দলের তরফে কোনও ঘোষণা না হলেও এলাকায় রটেছে, জামুড়িয়ায় প্রার্থী করা হচ্ছে শিবদাসনকেই। দলেরই আসানসোলের এক নেতা অবশ্য দাবি করেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তালিকা ঘোষণা করেননি সেখানে এই ধরনের কাজকর্ম দলের নীতিবিরুদ্ধ। নেতাকে বড় করে দেখানোর চেষ্টা করতে গিয়ে নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হতে পারে বুঝেই ওই লিখন মুছে দিতে হয়েছে বলে মনে করেন তিনি। তবে তা সত্ত্বেও বিষয়টি হালকা করে দেখা উচিত নয় বলে তাঁর দাবি। যদিও শিবদাসনের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার অভিযোগ, “দাসু (শিবদাসন এলাকায় এই নামেই পরিচিত) যাতে দলনেত্রীর বিরাগভাজন হন সে জন্য বিরোধী শিবিরের কেউ এ কাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে। কার বা কাদের নিদের্শে দলের কর্মীরা এমন দেওয়াল লিখন করল, তা এখন খুঁজে বের করা দরকার। কারণ, তা না হলে দাসু যদি পরে টিকিট পায়, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।”

ওই এলাকার তৃণমূল নেতা বাবু রায় জানান, অতি উৎসাহে কেউ-কেউ এমন দেওয়াল লিখেছিল। শিবদাসন বলেন, “ওই এলাকার জনা কয়েক দলীয় কর্মী এমনটা ঘটিয়েছে। আমি খবর পেয়ে নির্দেশ দেওয়ার পরে তা মুছে ফেলা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sibadasan election campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE