পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের উপরে কাঁকসার দোমড়ার কাছে কুনুর নদীর উপরে সেতুটি ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত হয়েছে বছর খানেক আগে। সেখানে নতুন একটি সেতু তৈরির পরিকল্পনাও হয়েছিল। সেতু তৈরির দরপত্র ডেকে ঠিকাদারও নিয়োগ করা হয়। কিন্তু প্রস্তাবিত সেতুতে ওঠানামার রাস্তা (‘অ্যাপ্রোচ রোড’) তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে, পূর্ত দফতরের তরফে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত পুরনো সেতু দিয়েই চলছে বালি ও পাথর বোঝাই ভারী গাড়ি এবং যাত্রিবাহী বাস। ব্লক প্রশাসনের দাবি, বেশ কিছু জমির মালিক বাইরে থাকায়, তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সে কারণেই থমকে রয়েছে জমি অধিগ্রহণের কাজ।
দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগ রক্ষার অন্যতম মাধ্যম পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়ক। প্রতিদিন ওই রাস্তায় কয়েক হাজার ট্রাক ও ডাম্পার যাতায়াত করে। চলাচল করে সরকারি ও বেসরকারি অনেক বাস। ওই রাস্তার উপরেই কাঁকসার দোমড়ার কাছে কুনুর নদীর উপরে রয়েছে পুরনো একটি সেতু। প্রশাসন সূত্রের খবর, বছর চারেক আগে সেতুটিকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করেছিল পূর্ত দফতর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে সেতুর একাংশ বসে গিয়েছিল। তখন বেশ কিছু দিন সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়। সেতুটির আংশিক সংস্কারও হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই সময় সিদ্ধান্ত হয়, কুনুরের উপরে নতুন একটি সেতু নির্মাণ
করা হবে।