Advertisement
১৬ জুন ২০২৪

বিশু-অনুগামীকে ‘ছাড়’ কেন, টিপ্পনী

গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বামেদের সমর্থনে বিধায়ক হন বিশ্বনাথ। দুর্গাপুরে ভোটের প্রচারে এসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন।

সুব্রত সীট
দুর্গাপুর শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ০২:২৮
Share: Save:

দলের স্থানীয় নেতাদের একাংশের আপত্তি ছিল, কিন্তু উঁচুতলার সিদ্ধান্তে পুর-ভোটে বিশ্বনাথ (বিশু) পাড়িয়ালকে ‘সঙ্গী’ করেছিল তৃণমূল। সম্প্রতি মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের কথাবার্তা লুকিয়ে রেকর্ড করার অভিযোগে বিশ্বনাথবাবুর এক অনুগামী অভিযুক্ত হতেই ফের সরব হচ্ছিলেন কিছু নেতা। কিন্তু তৃণমূল অন্দরের খবর, আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে ‘বার্তা’ এসেছে দলের নিচুতলার কাছে— এ সব নিয়ে যেন জলঘোলা না হয়। ফলে, শাসক দলকে কটাক্ষ করার সুযোগ পেয়ে গিয়েছেন বিরোধীরা।

গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে বামেদের সমর্থনে বিধায়ক হন বিশ্বনাথ। দুর্গাপুরে ভোটের প্রচারে এসে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন। বিধানসভা নির্বাচনের পরে বিশ্বনাথ ফের তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও সে ভাবে তা গুরুত্ব পায়নি। কিন্তু পুর নির্বাচনের আগে দুর্গাপুর দেখেছে, কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ তৃণমূলে ফিরে যাওয়া স্ত্রী রুমা পাড়িয়াল ও অন্য অনুগামীদের সমর্থনে প্রচারে নেমেছিলেন। ভোটে জিতে রুমাদেবী মেয়র পারিষদও হন। তৃণমূলের একাংশ অবশ্য তা মানতে পারেনি।

ফলে, রিন্টু পাঁজা নামে বিশ্বনাথের এক অনুগামী (তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী) সম্প্রতি বাঁশকোপায় রুমাদেবীর সঙ্গে জেলা পর্যবেক্ষক অরূপবাবুর এক বৈঠকের কথাবার্তা গোপনে ‘রেকর্ড’ করায় অভিযুক্ত হতেই সরব হতে শুরু করেন তৃণমূলে ‘বিশ্বনাথ-বিরোধী’রা। তাঁদের অনেকের বক্তব্য ছিল, ‘‘পুর-ভোটের পরে আমাদের দলে কল্কে না পেয়ে বিশ্বনাথবাবু বিজেপি-র সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে বাজারে শোনা যাচ্ছে। এমন এক জন লোকের অনুগামী মন্ত্রীর কথা কী মতলবে রেকর্ড করছিল, তা দেখা হবে না কেন?’’ তৃণমূল অন্দরের খবর, ‘বিশ্বনাথ-বিরোধী’দের শান্ত করতে প্রথমে রিন্টুবাবুর মোবাইলটি নিয়ে নেওয়া হয়। তাতেও সন্তুষ্ট না-হয়ে দলের একাংশ ‘বিশুর লোকেদের নিয়ে একটা হেস্তনেস্ত করতে হবে’—এমনই দাবি তোলে। অরূপবাবু বিষয়টি দলের স্থানীয় নেতাদের দেখতে নির্দেশ দেন।

রিন্টু অবশ্য দাবি করেন, ‘‘মন্ত্রীর কথা রেকর্ড করার অভিযোগ ঠিক নয়। মন্ত্রীর ঘরে ঢোকার মুহূর্তে আমার মোবাইলে একটি ফোন আসে। কথাবার্তার পরে তাড়াহুড়োয় ফোনটি চালু অবস্থাতেই ঢুকে পড়েছিলাম মন্ত্রীর ঘরে।’’ তৃণমূল সূত্রের খবর, লোকজন আপত্তি করায় প্রাথমিক ভাবে মোবাইলটি নিয়ে নেওয়া হলেও সে রাতেই রিন্টুকে ফেরত দিয়ে দেওয়া হয়। একই কথা জানিয়েছেন রুমাদেবী। বিশ্বনাথবাবু বলেন, ‘‘আমি সে দিন দিল্লিতে ছিলাম। তাই আমার স্ত্রীকে নিয়ে রিন্টু মন্ত্রীর কাছে গিয়েছিল। মোবাইল চালু অবস্থায় রিন্টু ঘরে ঢুকে পড়ায় ভুল বোঝাবুঝি হয়।’’

‘বিশ্বনাথ-বিরোধী’দের ধারণা ছিল, এই ‘ভুল বোঝাবুঝির’ শাস্তি হবে চোখে পড়ার মতো। তেমন কিছু হয়নি। কেন? অরূপবাবু মন্তব্য করতে চাননি। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ও বলেন, ‘‘দল বা সংগঠনের অন্দরের খবর বাইরে বলার বিষয় নয়।’’ তবে তৃণমূল সূত্রের খবর, বিভিন্ন কর্মসূচিতে পঞ্চায়েত ভোটে বিরোধীদের, বিশেষ করে বিজেপি-কে রুখতে অরূপবাবু দলের অন্দরে সবাইকে দ্বন্দ্ব ভুলে এক সঙ্গে চলার নির্দেশ দিয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে বিশ্বনাথ বা তাঁর অনুগামীদের কেউ যাতে বিরোধী শিবিরকে শক্তিশালী করার কথা না ভাবেন, তা নিশ্চিত করতেই রিন্টুকে ‘সতর্ক’ করে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র দায়িত্ব কাদের হাতে থাকবে তা ঠিক করতে মঙ্গলবার যে ছ’জনের ‘কোর কমিটি’ গড়া হয়েছে তাতে রাখা হয়েছে বিশ্বনাথকেও। মঙ্গলবার রাতে তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসনের সঙ্গে বর্ধমানে গিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসেন বিশ্বনাথ। শিবদাসন বলেন, ‘‘বিশ্বনাথ আমাদের সঙ্গে রয়েছেন। সংগঠন মজবুত করতে আমরা সবাই এক সঙ্গে কাজ করব।’’

শাসক দলের শীর্ষ নেতৃত্বের এই পদক্ষেপের সূত্রেই ‘টিপ্পনী’ কাটছেন বিরোধীরা। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর মন্তব্য, ‘‘পুর-ভোটে যে ভাবে তৃণমূল ক্ষমতায় এসেছে, তা বলার নয়। পঞ্চায়েত ভোটের আগেও তাই খড়কুটো যা পাচ্ছে, সব আঁকড়ে ধরতে চাইছে ওরা।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য তথা দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীর কথায়, ‘‘তৃণমূল একটি সুবিধাবাদী দল। এর বেশি কিছু বলার নেই!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Group Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE