Advertisement
০৩ মে ২০২৪

থানার আইসি-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলা কনস্টেবলের

ঊর্ধ্বতন কর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন পূর্বস্থলী থানার এক মহিলা কনস্টেবল। রবিবার রাতে সাসপেন্ড হওয়ার পর ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিযোগকারিণী। কর্তব্যে গাফিলতির অভিযোগে বছর সাতাশের ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। যদিও কর্তব্যে গাফিলতির অভিযোগ মানতে চাননি তিনি। উল্টে অভিযোগকারিণীর দাবি, পূর্বস্থলী থানার আইসি রানা মিশ্রের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে প্রতিবাদ করায় তাঁকে ফাঁসানো হয়েছে।

নিজস্ব সংবাদাদাতা
কালনা শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ১৬:০৫
Share: Save:

ঊর্ধ্বতন কর্তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন পূর্বস্থলী থানার এক মহিলা কনস্টেবল। রবিবার রাতে সাসপেন্ড হওয়ার পর ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিযোগকারিণী। কর্তব্যে গাফিলতির অভিযোগে বছর সাতাশের ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। যদিও কর্তব্যে গাফিলতির অভিযোগ মানতে চাননি তিনি। উল্টে অভিযোগকারিণীর দাবি, পূর্বস্থলী থানার আইসি রানা মিশ্রের কুপ্রস্তাবে সাড়া না দিয়ে প্রতিবাদ করায় তাঁকে ফাঁসানো হয়েছে। থানা সূত্রের খবর, গত মার্চে মেমারি থানা থেকে পূর্বস্থলীতে বদলি হয়ে আসেন ওই কনস্টেবল। তিনি কালনা শহরের বাসিন্দা। কাজে যোগ দেওয়ার পর থেকেই আইসি তাঁকে নানা ভাবে উত্যক্ত করতেন বলে অভিযোগ। বহু বার কুপ্রস্তাবও দেওয়া হয়। শুধু তাই নয়, সম্প্রতি আইসি তাঁর শ্লীলতাহানি করেন বলে দাবি ওই কনস্টেবলের। যদিও, এ বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত আইসি।

সোমবার সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ওই অভিযোগকারিণী। তিনি জানিয়েছেন, গত কাল সাসপেনশনের চিঠি পাওয়ার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাঁর দাবি, আইসি-র আচরণের প্রতিবাদ করে বিষয়টি জেলা পুলিশ কর্তাদের জানিয়েছিলেন তিনি। কিন্তু, কোনও সুরাহা মেলেনি। ঘটনার কথা জানিয়ে এ দিন তিনি জেলা পুলিস সুপার কুণাল অগ্রবাল-সহ পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE