চার বছর নিখোঁজ থাকার পরে এক শিশুকন্যাকে হোম থেকে আত্মীয়দের হাতে তুলে দিল জেলা সমাজ কল্যাণ দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা খাতুন্নেসা বিবির হাতে মুসকান নামে ওই এগারো বছরের শিশুটিকে তুলে দেওয়া হয়। শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান দেবাশিস নাগ জানান, চার বছর আগে বেনাচিতিতে নিজের বাড়ির সামনে খেলার সময়ে শিশুটিকে এক মহিলা বিস্কুট দিয়ে ভুলিয়ে দুর্গাপুর স্টেশনে নিয়ে যায়। পরে লোকজনের সন্দেহ হওয়ায় মহিলাটি ওই শিশুকে ছেড়ে পালিয়ে যায়। এরপর কেউ শিশুটিকে ট্রেনে চাপিয়ে দেয়। আসানসোলে গিয়ে শিশুটি নামে। এ বার আসানসোল রেল পুলিশ শিশুটিকে উদ্ধার করে বর্ধমানের হোমে পাঠায়। কিন্তু বসয় কম থাকায় নিজের সম্পর্কে কিছুই জানাতে পারেনি শিশুটি। পরে হোমের বিভিন্ন থানায় যোগাযোগ করে শিশুটির পরিচয় জানা যায়। খবর পাঠানো হয় শিশুটির দিদিমা খাতুন্নেসা বিবিকে। এ দিনই তিনিই নিতে এসেছিলেন নাতনিকে। খাতুন্নেসা বিবি বলেন, ‘‘মেয়ে-জামাই দিল্লিতে থাকে। নাতনি আমার কাছেই মানুষ। নাতনির কোনও অসুবিধা হবে না।’’