Advertisement
E-Paper

টুকরো খবর

শিশু শিক্ষাকেন্দ্রের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে, সোমবার কাঁকড়ডাঙা বিদ্যাসাগর শিশু শিক্ষাকেন্দ্রে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। শিক্ষিকারা বেলা সাড়ে ১১টার পরে এলে তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে, এ দিন ক্লাস হয় বারান্দায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষাকেন্দ্রের শিক্ষিকারা কেউই সময়ে আসেন না। তাঁদের আরও অভিযোগ, শিক্ষাকেন্দ্র থেকে দেওয়া মিড ডে মিলও অত্যন্ত নিম্নমানের। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সাগরা বিবির অভিযোগ, “সাড়ে ১১টার আগে কেউ এই শিক্ষাকেন্দ্রে আসেন না। গত দু’মাস ধরে মিড-ডে মিলে শুধু লাউয়ের তরকারি ও ভাত দেওয়া হচ্ছে।”

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০২:০৭

শিক্ষাকেন্দ্রে তালা দিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

শিশু শিক্ষাকেন্দ্রের ঘরে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে, সোমবার কাঁকড়ডাঙা বিদ্যাসাগর শিশু শিক্ষাকেন্দ্রে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। শিক্ষিকারা বেলা সাড়ে ১১টার পরে এলে তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে, এ দিন ক্লাস হয় বারান্দায়। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষাকেন্দ্রের শিক্ষিকারা কেউই সময়ে আসেন না। তাঁদের আরও অভিযোগ, শিক্ষাকেন্দ্র থেকে দেওয়া মিড ডে মিলও অত্যন্ত নিম্নমানের। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সাগরা বিবির অভিযোগ, “সাড়ে ১১টার আগে কেউ এই শিক্ষাকেন্দ্রে আসেন না। গত দু’মাস ধরে মিড-ডে মিলে শুধু লাউয়ের তরকারি ও ভাত দেওয়া হচ্ছে।” প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন তিনি। শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকা ভারতী ত্রিবেদীর দাবি, তিনি অসুস্থ। তাই আসতে দেরি হয়। তবে, অন্য শিক্ষিকারা কেন দেরি করে আসেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। নিম্নমানের মিড-ডে মিলের অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা দাবি করেন, “ছাত্রছাত্রীদের প্রায়ই ডিম খাওয়ানো হয়।” তবে এই দাবি করলেও শেষ কবে ডিম খাওয়ানো হয়েছে, সেটা তিনি বলতে পারেননি। শিক্ষাকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে বৈঠক করে ভুল বোঝাবুঝির সমাধান করা হবে। বিডিও মানস পাণ্ডে বলেন, “বিক্ষোভকারীরা কোনও অভিযোগ জানাননি। ওই প্রধান শিক্ষিকা হেনস্থার অভিযোগ জানিয়েছেন। আমি পঞ্চায়েতের কাছে রিপোর্ট চেয়েছি।”

বৃষ্টির জমা জলে নাজেহাল কালনা শহর

নিজস্ব সংবাদদাতা • কালনা

জলযন্ত্রণায় নাকাল হচ্ছে কালনা শহরের বৈদ্যপুর এলাকা। টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই জল জমছে এখানে। এই এলাকায় অবস্থিত এসটিকেকে রোডের উপর জল জমার ফলে যান চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘক্ষণ জল জমে থাকার ফলে ভারী যানবাহন চলাচলের পরে রাস্তায় তৈরি হচ্ছে ছোট-বড় গর্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বর্ষাতেই এই এলাকায় জল জমে যায়। ঘটে যায় দুর্ঘটনা। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থাই নেয় না। স্থানীয় লরিচালক মানস দফাদারের ক্ষোভ, “অনেক চালকই জলের নিচে থাকা গর্ত বুঝে উঠতে না পেরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এখন সামান্য বৃষ্টি হলেও ওই রাস্তা দিয়ে যেতে ভয় লাগে।” স্থানীয় ভ্যানচালক বকুল ঘোষ জানান, কালনা শহরে ঢুকতে হলে এসটিকেকে রোডে না উঠে উপায় নেই। কিন্তু জমা জলের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই হল সমস্যা। রাস্তাটির দুর্দশার কথা স্বীকার করেছে মহকুমা প্রশাসন। কালনার মহকুমা শাসক সব্যসাচী ঘোষ জানান, ওই রাস্তায় জমা জল সরাবার বিষয়ে পূর্ত দপ্তর একটি পরিকল্পনা গ্রহণ করছে। শীঘ্রই সেই কাজ শুরু হবে।

স্কুলে থেকে চুরি নগদ টাকা

নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী

স্কুলে চুরির ঘটনা ঘটল পূর্বস্থলী ২ ব্লকের পাটুলি উচ্চবিদ্যালয়ে। স্কুলের কয়েকটি ভল্ট ভেঙে চুরি হয়েছে কয়েক হাজার টাকা। স্কুল গ্রন্থাগারের নথিপত্রও এদিক-ওদিক করা হয়েছে। পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছুটির পরে স্কুলের সমস্ত ঘরে তালা দেওয়া হয়েছিল। এরপরে সোমবার স্কুল খোলার পরেই দেখা যায়, স্কুলের দু’টি ঘরের তালা ভাঙা রয়েছে। ঘরে ঢুকে দেখা যায়, আলমারির মধ্যে থাকা কয়েকটি ভল্ট ভাঙা। তার মধ্যে থাকা কয়েক হাজার টাকা খোওয়া গিয়েছে। স্কুলের শিক্ষক আশিস ঘোষ জানান, ঘটনাটি পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে।

হারল ফ্রেন্ডস

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন সুপার লিগের সোমবার অআকখ মাঠের খেলায় অআকখ ৩-১ গোলে ফ্রেন্ডস রেজিমেন্টকে হারায়। অআকখর হয়ে অমিত মাজি দুটি ও সুরজ দাস একটি গোল করেন। ফ্রেন্ডসের হয়ে সুখেন দাস গোল করেন। এ দিন এএসপি মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে এএসপিএসএ ১-০ গোলে খাতড়া সবুজ সঙ্ঘকে হারায়। খেলা পরিচালনা করেন তুষার বারিক, বিমান দাস ও চন্দন চট্টোপাধ্যায়।

বর্ধমানের জয়

নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া

কেন্দা ডিও মাঠে চলছে স্কুল ফুটবল। নিজস্ব চিত্র। tukro 1

জেলা স্তরের স্কুল ফুটবলে কালনা মহকুমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল বর্ধমান। সোমবার তারা জামুড়িয়ায় কেন্দা ডিও মাঠে কালনাকে ৩-০ গোলে হারিয়ে দেয়। এ দিনের ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায় ও বিদেশ বসু।

সাহিত্য উৎসব

নিজস্ব সংবাদদাতা • বুদবুদ

সম্প্রতি সারা ভারত রাইটার্স গিল্ডের পক্ষ থেকে দক্ষিনবঙ্গ সাহিত্য উৎসব আয়োজিত হল। বুদবুদের মানকর পশ্চিম রেলগেটের পাশে একটি রাইস মিল প্রাঙ্গণে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। প্রায় দু’শোরও বেশি কবি-সাহিত্যিক যোগ দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দগোপাল গোস্বামী জানান, প্রতি মাসেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনাও করা হয়।

নতুন কাউন্টার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনের উত্তর প্রান্তে নতুন একটি টিকিট কাউন্টার খোলা হল সোমবার। ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, কাউন্টারটির চাহিদা ছিল বহু দিনের।

জিতল অআকখ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন সুপার লিগের সোমবার অআকখ ৩-১ গোলে ফ্রেন্ডস রেজিমেন্টকে হারায়। অআকখর হয়ে অমিত মাজি দুটি ও সুরজ দাস একটি গোল করেন। ফ্রেন্ডসের হয়ে সুখেন দাস গোল করেন। দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে এএসপিএসএ ১-০ গোলে খাতড়া সবুজ সঙ্ঘকে হারায়। খেলা পরিচালনা করেন তুষার বারিক, বিমান দাস ও চন্দন চট্টোপাধ্যায়।

স্ট্যাম্প নেই, ভোগান্তি কোর্টে

কম দামের জুডিশিয়াল স্ট্যাম্প মিলছে না কালনা আদালতে। সমস্যাটি হচ্ছে মূলত ১০,২০,৫০,১০০ টাকার স্ট্যাম্পের ক্ষেত্রে। আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, এফিডেভিড-সহ আদালতের নানা প্রয়োজনে এই ধরণের স্ট্যাম্পের দরকার হয়। কিন্তু শুক্রবার থেকে মহকুমার কোনও স্ট্যাম্প ভেন্ডার এই স্ট্যাম্পের জোগান দিতে পারছেন না। ফলে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। সোমবার কালনা আদালতের আইনজীবী পার্থসারথি কর জানান, “আদালতে বহু গরিব মানুষ গুরুত্বপূর্ণ প্রয়োজনে নন জুডিশিয়াল স্ট্যাম্প কেনেন। কিন্তু কম দামের স্ট্যাম্প না থাকায় বাধ্য হয়েই তাঁদের বেশি দামের স্ট্যাম্প কিনতে হচ্ছে।” কালনার মহকুমা শাসক সব্যসাচী ঘোষ বলেন, “কেন এই সমস্যা হচ্ছে, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

জলে ডুবে মৃত ২

জলে ডুবে মৃত্যু হল ভাই-বোনের। দুর্ঘটনাটি ঘটেছে, সোমবার পূর্বস্থলী ২ ব্লকের বড়গাছি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিপাশা বারিক(১১) ও মানিক বারিক(৯)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে তারা বাড়ির কাছাকাছি একটি পুকুরে স্নান করতে নেমেছিল। তখনই আচমকা পা হড়কে যায় মানিকের। ভাইকে পুকুরে হাবুডাবু খেতে দেখে তাকে বাঁচাতে যায় দিদি। তারপরে দু’জনেই জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে ভাই ও বোনের দেহ উদ্ধার করে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

কয়লা আটক

চোরাই কয়লা পাচারের অভিযোগে সাত জনকে ধরেছে পুলিশ। আটক করা হয়েছে ২৫ মেট্রিক টন কয়লা। পুলিশ জানায়, জামুড়িয়ার নিঘা থেকে ১৫ ও নিমচা থেকে ১০ মেট্রিক টন কয়লা আটক হয়েছে।

কোথায় কী

দুর্গাপুর: সুপার লিগ ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল ৪ টা।

দুর্গাপুর: রথযাত্রা উপলক্ষে যাত্রাপালা। সন্ধ্যা ৭ টা। রাজীব গাঁধী স্মারক ময়দান। উদ্যোগ: রথযাত্রা উৎসব ও সমাজ কল্যাণ সমিতি।

আসানসোল: রামনাম সংকীর্তন। বিকাল ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy