Advertisement
০১ মে ২০২৪
বর্ধমান বিশ্ববিদ্যালয়

ন’মাস পরেও ফল প্রকাশ না হওয়ায় বিক্ষোভ পড়ুয়াদের

অবিলম্বে স্নাতক স্তরের পার্ট ২ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখালেন প্রায় শ’চারেক ছাত্রছাত্রী। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, ন’মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হয়নি। কোথাও ভর্তিও হতে পারেননি তাঁরা। অথচ পরীক্ষা নিয়ামক দফতর শুধু আশ্বাস দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে তাঁদের।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০২:২৩
Share: Save:

অবিলম্বে স্নাতক স্তরের পার্ট ২ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ দেখালেন প্রায় শ’চারেক ছাত্রছাত্রী। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান তাঁরা। পড়ুয়াদের অভিযোগ, ন’মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হয়নি। কোথাও ভর্তিও হতে পারেননি তাঁরা। অথচ পরীক্ষা নিয়ামক দফতর শুধু আশ্বাস দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে তাঁদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কিছু ছাত্রছাত্রী প্রথমে পরীক্ষা নিয়ামকের দফতরে যান। সেখানে বিক্ষোভ দেখানোর পরে তাঁরা হাজির হন রেজিষ্ট্রারের দফতরে। রেজিষ্ট্রার রজত ভট্টাচার্যকে ঘেরাও করে তাঁরা দাবি করেন, বিএ, বিএসসি, বিকম পার্ট ২ পরীক্ষার ফল পরীক্ষার পরে বছর ঘুরতে চললেও প্রকাশিত হয়নি। এমনকী কবে প্রকাশিত হবে সে ব্যাপারেও কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাঁদের আরও দাবি, তাঁরা ১ মার্চ থেকে প্রতিদিন ফল প্রকাশের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এসেছেন। কিন্তু পরীক্ষা দফতর তাঁদের শুধু আশ্বাস দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। এ দিকে, ২৮ এপ্রিল থেকে পার্ট ৩ পরীক্ষা শুরু হচ্ছে। এরপরে বাইরের কোনও বিশ্ববিদ্যালয় তো দূর বর্ধমান বিশ্ববিদ্যালয়েও ভর্তি হতে পারবেন না তাঁরা।

রেজিষ্ট্রার রজত ভট্টাচার্যও বলেন, “পার্ট ২ পরীক্ষার ফল প্রকাশ হতে এত দেরি কাম্য নয়। ছাত্রছাত্রীরা আমার কাছে আসার পরে আমি পরীক্ষা নিয়ামক দীপককুমার সোমকে ডেকে পাঠাই। তিনি দেরির কারণ সম্পর্কে কিছু প্রযুক্তিগত ত্রুটির কথা বলেছেন। চেষ্টা করা হচ্ছে দ্রুত ফল প্রকাশ করার।” সহ-উপাচার্য ষোড়শী মোহন দাঁ-এরও দাবি, “প্রতিদিনই ফল নিয়ে পরীক্ষা নিয়ামক দফতরে খোঁজ নেওয়া হচ্ছে। যাঁদের উপর ওই ফল প্রকাশের দায়িত্ব রয়েছে তাঁরা বলছেন, এর আগে বেশ কিছু ত্রুটি হয়েছে তা শুধরে নিতে সময় লাগছে।”

পরীক্ষা নিয়ামক অবশ্য বলেন, “কিছু বিশ্ববিদ্যালয়ের কর্মী ও কিছু বহিরাগাত এজেন্সির কর্মীর উপরে মার্কশিট ও উত্তীর্ণ-অনুত্তীর্ণের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু দিন ধরে চেষ্টা করছি। বেশ কয়েকবার খসড়া তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু তাতে প্রচুর ভুল থাকায় আমাদের বারবার সংশোধন করতে হচ্ছে।” তবে তাঁর আশ্বাস, শুক্রবার রাতের মধ্যে যাতে বিএসসি ও বিকম পার্ট ২ পরীক্ষার ফল প্রকাশ করা যায় তার চেষ্টা করা হচ্ছে। আর ৩ এপ্রিল বিএ পরীক্ষার ফল প্রকাশ করার উদ্যোগ করা হচ্ছে।

তবে ছাত্রছাত্রীদের আশঙ্কা, ন’মাস ধরে যে পরীক্ষার ফল প্রকাশ হয়নি, বিক্ষোভ দেখানোর পরেই শুক্রবার রাতের মধ্যে তা তাড়াহুড়ো করে প্রকাশ করা হলে প্রচুর ভুল থেকে যাবে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় নিয়ম করেছিল, প্রথম ও দ্বিতীয় পার্টে কেউ অকৃতকার্য হলে সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী তৃতীয় পার্টের পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু ফল প্রকাশে দেরি হওয়ায় উপাচার্যের কাছে আবেদন জানিয়েছিলাম, যাতে প্রথম ও দ্বিতীয় পার্টে অনুত্তীর্ণদেরও তৃতীয় পার্টে বসার সুযোগ দেওয়া হয়। উপাচার্য আবেদন মঞ্জুর করেছেন।” প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দীপক পাত্র বলেন, “উপাচার্য বা পরীক্ষা নিয়ামক পরীক্ষা ফল প্রকাশের ত্রুটি বা দেরির জন্য বহিরাগত এজেন্সিকে দোষ দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু পরীক্ষা সংক্রান্ত সমস্ত ভাল মন্দের দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে।” শুক্রবার এসএফআইয়ের জেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠকেও দাবি করে হয়, পার্ট ২ পরীক্ষার ফল প্রকাশে কেন এত দেরি, তার তদন্ত করতে হবে বিশ্ববিদ্যালয়কে। ভুলে ভরা ফল প্রকাশের দায়ও নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

burdwan university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE