Advertisement
২৫ এপ্রিল ২০২৪
বর্ধমান বিশ্ববিদ্যালয়

পার্ট ২-এর ফল বেরোতে দেরি, ক্ষুব্ধ পড়ুয়ারা

পরীক্ষা শেষ হয়েছে প্রায় সাত মাস আগে। কিন্তু এখনও ফল বেরোয়নি বিএ, বিএসসি ও বিকম পার্ট ২-এর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে কোনও কিছু না জানানোয় মুশকিলে পড়েছেন তাঁরা। ফলে না বেরোনোয় পরের স্তরের প্রস্তুতিও নিতে পারছেন না। দেরির কথা মেনে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তাঁদের দাবি, পরীক্ষকেরা খাতা দেখতে চাইছেন না। আবার অনেকে দেখে খাতা দেরিতে ফেরত দেওয়াতেই এই সমস্যা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৫ ০২:১১
Share: Save:

পরীক্ষা শেষ হয়েছে প্রায় সাত মাস আগে। কিন্তু এখনও ফল বেরোয়নি বিএ, বিএসসি ও বিকম পার্ট ২-এর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষ নির্দিষ্ট ভাবে কোনও কিছু না জানানোয় মুশকিলে পড়েছেন তাঁরা। ফলে না বেরোনোয় পরের স্তরের প্রস্তুতিও নিতে পারছেন না। দেরির কথা মেনে নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। তাঁদের দাবি, পরীক্ষকেরা খাতা দেখতে চাইছেন না। আবার অনেকে দেখে খাতা দেরিতে ফেরত দেওয়াতেই এই সমস্যা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে বিএসসি ও বিকমের পার্ট ১-এর ফল বেরিয়েছে। আর বিএ পার্ট ১ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারই। কিন্তু এখনও তার মার্কশিট কোনও কলেজে পৌঁছয়নি। এ নিয়েও ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দফতরে বিএ পার্ট ১ পরীক্ষার ফল জানতে এসে অনেকে ফিরে গিয়েছেন। যদিও বিভাগ ছিল খোলা। পরে পরীক্ষা নিয়ামক দীপককুমার সোম জানান, পার্ট ১ বিএ পরীক্ষার ফল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

ক্ষোভ ছড়িয়েছে ছাত্র সংগঠনগুলির মধ্যেও। পড়ুয়াদের দাবি, পার্ট ১ পরীক্ষা যাঁরা দিয়েছেন তাঁরা রেজাল্ট না বের হওয়া পর্যন্ত পার্ট ২-এর প্রস্তুতি নিতে পারছেন না। আবার যাঁরা পার্ট ২ দিয়েছেন তাঁরাও পার্ট ৩-এর জন্য তৈরি হতে পারছেন না। ফলে বিভ্রান্তি ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। এসইউসিআই-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও-র বর্ধমান শাখা তীব্র নিন্দা করেছে বিষয়টির। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে তারা। তাঁদের অভিযোগ, প্রায় সাত মাস ধরে ছাত্রছাত্রীদের হয়রান করা হচ্ছে। কবে ফল প্রকাশিত হবে তা নিয়ে বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট বিভাগের তরফেও কিছু বলা হচ্ছে না। তাঁদের আরও দাবি, ফল প্রকাশিত হলেও তাতে প্রচুর ত্রুটি থাকছে এবং ভুল শুধরোতে গিয়ে আরও সময় লেগে যাচ্ছে। ডিএসও-র নেত্রী জবা পালের দাবি, “বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে। এমন চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” টিএমসিপি-র বর্ধমান শহর কমিটির সভাপতি রাসবিহারী হালদারেরও দাবি, ফল প্রকাশে দেরি হওয়ায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে। তাঁদের কাছেও এসে অনেক ছাত্রছাত্রী ক্ষোভ প্রকাশ করছেন বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অবশ্য দাবি, পরীক্ষকেরা খাতা দেখতে দেরি করায় এমনটা হচ্ছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দীপককুমার সোমের দাবি, “পরীক্ষকেরা দেরিতে খাতা দেখছেন। দেরি করে খাতা জমাও দিচ্ছেন। তাই ফল প্রকাশে দেরি হয়ে যাচ্ছে।” তাঁর আরও দাবি, “নতুন যাঁরা কলেজে শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন, পরীক্ষার খাতা দেখতে তাঁদের অনেকেরই অনীহা রয়েছে। সে কারণেও অনেক সময়ে দেরি হয়ে যাচ্ছে।” দীপকবাবুর দাবি, গত বার যে শিক্ষকেরা খাতা দেখেছেন তালিকা অনুসারে তাঁদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কিছুদিন পরে সেই শিক্ষক নানা কারণ দেখিয়ে, কখনও অসুস্থতা বা জরুরি দরকারের অজুহাতে সেই খাতা বিশ্ববিদালয়ের কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ফলে নতুন করে পরীক্ষক ঠিক করে তাঁর কাছে ওই ফেরত আসা খাতা পাঠাতে প্রায় এক মাস বাড়তি সময় লেগে যাচ্ছে।

কিন্তু তাহলে যে পরীক্ষকেরা খাতা দেখা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন? পরীক্ষা নিয়ামক বলেন, “এই পরিস্থিতির কথা বিস্তারিত ভাবে উপাচার্যকে জানানো হয়েছে। পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এই ব্যবস্থা নিতেও প্রায় দু’বছর লেগে যাবে।” বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পরীক্ষার দেখা খাতা থেকে মার্কশিট তৈরি করে যে বেসরকারি সংস্থ, আচমকা তাদের পরিবর্তন করা হয়েছে। নতুন সংস্থাটি এই ব্যাপারে অনভিজ্ঞ। ফলে তাদের মার্কশিট তৈরির কাজে প্রচুর সময় লাগছে। তৈরি হওয়া মার্কশিটে প্রচুর ভুলও দেখতে পাওয়া যাচ্ছে ওই কারণে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ বলেন, “এটা অবশ্য ঠিক যে, পরীক্ষার ফল প্রকাশ করতে আমাদের আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। তবে আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। ভবিষ্যতে দ্রুত ফল প্রকাশের বিষয়টি নজরে রাখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

part two result BA BSc Bcom burdwan university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE