Advertisement
১১ মে ২০২৪

বাজেটে রাস্তার কাজে জোর জেলা পরিষদের, নজর আয় বাড়ানোয়

কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্লক স্তরেই দেওয়া হবে মিনিবাস, অটো, ট্রেকারের লাইসেন্স। আর সে সব যাতে ঠিক মতো চলতে পারে সে জন্য নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের জন্য মোটা টাকা বরাদ্দ করা হল জেলা পরিষদের বাজেটে। শুক্রবার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু চলতি আর্থিক বর্ষের বাজেট পেশ করেন। তিনি জানান, এ বারের বাজেটে ১০টি স্থায়ী সমিতির মধ্যে পূর্ত ও কার্য্য স্থায়ী সমিতির জন্য সব চেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। তার পরিমাণ ৪৭৭ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ২১০ টাকা। এই টাকায় গোটা জেলা জুড়ে প্রায় ৯০টি ছোট ও বড় রাস্তা তৈরি বা মেরামত করা হবে।

রানা সেনগুপ্ত
বর্ধমান শেষ আপডেট: ২৮ জুন ২০১৪ ০১:১৩
Share: Save:

কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ব্লক স্তরেই দেওয়া হবে মিনিবাস, অটো, ট্রেকারের লাইসেন্স। আর সে সব যাতে ঠিক মতো চলতে পারে সে জন্য নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের জন্য মোটা টাকা বরাদ্দ করা হল জেলা পরিষদের বাজেটে।

শুক্রবার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু চলতি আর্থিক বর্ষের বাজেট পেশ করেন। তিনি জানান, এ বারের বাজেটে ১০টি স্থায়ী সমিতির মধ্যে পূর্ত ও কার্য্য স্থায়ী সমিতির জন্য সব চেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। তার পরিমাণ ৪৭৭ কোটি ৪১ লক্ষ ৬৯ হাজার ২১০ টাকা। এই টাকায় গোটা জেলা জুড়ে প্রায় ৯০টি ছোট ও বড় রাস্তা তৈরি বা মেরামত করা হবে। নতুন নির্মিত বা মেরামত করা প্রায় ৪০০ কিলোমিটার রাস্তায় তাই অটো, ট্রেকার, মিনিবাস চালানো হবে। নতুন এই যানগুলির জন্য ব্লক স্তরেই লাইসেন্স দেওয়া হবে। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) হৃষিকেশ মুদি জানান, রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করে পরিবহণ আইন অনুসারে এই যানগুলিকে রাস্তায় নামানো হবে।

কিন্তু জেলায় সড়ক পরিবহণ খাতে এত বেশি টাকা কেন বরাদ্দ করা হয়েছে? জেলা সভাধিপতি বলেন, “বিগত বছরগুলিতে বামফ্রন্টের আমলে রাস্তাগুলির কোনও উন্নতি হয়নি। ফলে, জেলার বেশ কিছু রাস্তা বেহালই পড়ে রয়েছে। বর্ধমান-বাঁকুড়া রোড বা মেমারি-চকদিঘি রাস্তায় মতো এমন বেশ কিছু জরুরি রাস্তা রয়েছে, যার অবিলম্বে ঢেলে সংস্কার দরকার। এই কাজে তাই সর্বাধিক বরাদ্দ করা হয়েছে। পরিবহণ পরিকাঠামোর উন্নতি না হলে জেলার অর্থনীতিরও উন্নতি হবে না বলে আমরা বিশ্বাস করি।”

সভাধিপতি আরও জানান, এ বার বাজেটে কৃষি, সেচ ও সমবায়, জনস্বাস্থ্য ও পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া, নারী, শিশু উন্নয়ন ও ত্রাণ, বন ও ভূমি সংস্কার, মৎস ও প্রাণিসম্পদ বিকাশ, খাদ্য ও সরবরাহ, ক্ষুদ্রশিল্প ও বিদ্যুৎ এবং অর্থ ও পরিকল্পনার মতো স্থায়ী সমিতিতে এ বার বাজেটে মোট ৭৯৬ কোটি ৫৩ লক্ষ ৭০ হাজার ৬১৮ টাকা বরাদ্দ করা হয়েছে।

এত বিপুল ব্যয় যেখানে, সেখানে আয় কোথা থেকে হবে? শুধু কী সরকারের কাছ থেকে পাওয়া টাকার দিকে তাকিয়ে থাকবে জেলা পরিষদ? দেবুবাবু বলেন, “সরকারের দেওয়া টাকার উপর আমাদের নির্ভর করতে হয় এ কথা খুব সত্যি। কিন্তু আমরা এই অর্থবর্ষে নিজেদের আয় বাড়ানোর চেষ্টাও করেছি। সংস্কৃতি লোকমঞ্চে সারা বছর বুকিং থাকে, বর্ধমান ভবনের নানা অনুষ্ঠান হয়। ফেরিঘাট থেকেও রোজগার হয়। জেলা পরিষদের নির্মিত রাস্তায় টোল আদায় করা হয়। এই আয়ের উৎসগুলিকে উন্নত করার চেষ্টা চালাচ্ছি আমরা।”

কী ভাবে আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, জেলা পরিষদ সূত্রে তারও খানিকটা খতিয়ান দেওয়া হয়েছে। শহরের বাম চাঁদাইপুরের অনাময় গ্রামীণ হাসপাতাল থেকে গত ২০১২-১৩ বর্ষে জেলা পরিষদের আয় ছিল ২,২৮,৩৭,১৬৪ টাকা। ২০১৩-১৪ সালে তা কমে হয়েছিল দু’কোটি টাকা। এ বার এই ক্ষেত্রে লক্ষ্যমাত্র রাখা হয়েছে তিন কোটি টাকা। এ ছাড়া সাতগেছিয়া, রানিগঞ্জ, গুসকরা ও কাটোয়ার মার্কেট কমপ্লেক্স থেকে ২০১২-১৩ সালে হয়েছিল ২৬ লক্ষ ৯৪ হাজার ৩৬৫ টাকা। এ বার তা ধরা হচ্ছে ৪০ লক্ষ টাকা। বর্ধমান ভবনের ভাড়া বাবদ ২০১২-১৩ সালে আদায় হয়েছিল ৫০ লক্ষ ৭১ হাজার ৭৪৭ টাকা। এ বার তা বেড়ে ৫৫ লক্ষ টাকায় গিয়ে পৌঁছবে বলে লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে। একই ভাবে জেলা পরিষদের মিটিং হলগুলিতে গত বারের ১ লক্ষ ৫৮ হাজার ৪৯২ টাকার থেকে আয় বাড়ি ৫ লক্ষ টাকা করা হবে বলে ধরা হচ্ছে। ফেরি বাবদ ২০১২-১৩ বর্ষে জেলা পরিষদ আয় করেছিল ৩৪ লক্ষ ৪৪ হাজার ১৪৫ টাকা। চলতি বর্ষে এই খাতে আয় ধরা হয়েছে ৫০ লক্ষ। সংস্কৃতি লোকমঞ্চ থেকে আয় বেড়ে প্রায় ৮০ লক্ষ, সংস্কৃতি মেট্রো থেকেও ৫০ লক্ষ টাকা আদায়ের লক্ষ্যমাত্র ধার্য করা হয়েছে। গ্রামীণ মেলা থেকেও গত বারের তুলনায় আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জেলা পরিষদের নথিভুক্ত ঠিকাদারদের লাইসেন্স বাবদ ২০১৩-১৪ বর্ষে আয় হয়েছিল ৩৫ লক্ষ টাকা। তবে এ বার সেখানে থেকে আয় বাড়ানোর কোনও লক্ষ রাখা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE