ভরা বর্ষার গুরজোয়ানি নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছে দুই স্কুল পডুয়া। সোমবার বিকেলে কালনার নান্দাই আশ্রমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। তবে রাত পর্যন্ত বন্দনা সরকার এবং সায়ন হালদার নামে ওই দুই পড়ুয়ার কোনও খোঁজ মেলেনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে বন্দনা। আর সায়ন প্রথম শ্রেণির ছাত্র। দু’জনের বাড়ির ঘাটের কাছে। এ দিন স্কুল থেকে ফেরার সময় বাড়ির কাছাকাছি রেলব্রিজের ঘাটে যায় দুজনে। এলাকার বাসিন্দাদের দাবি, দুপুরের দিকে ঘাটে ভিড় থাকলেও বিকেলে তেমন লোকজন দেখা যায় না। তার মধ্যেও স্থানীয় দুই মহিলা দু’জন শিশুকে বিপ্পজনক ভাবে স্নানের ঘাটে নামতে দেখে উঠে পড়ার জন্য বলেন। যদিও ওরা কথা না শুনে জলে নেমে খেলতে শুরু করে। ঘাটের আশপাশে থাকা লোকজনের দাবি, প্রথমে স্রোতে টেনে নিয়ে যায় সায়নকে। তাকে বাঁচাতে গেলে ডুবে যায় বন্দনাও। ঘটনাটি জানাজানি হতেই ভিড় জমে যায় ঘাটে। খোঁজাখুঁজি শুরু হয়। প্রথমে এলাকার বাসিন্দারাই জলে নেমে শিশুদুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু না পেয়ে ডুবুরির জন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা। কান্নায় ভেঙে পড়েন দুই শিশুর পরিবারের লোকজন। সায়নের বাবা সঞ্জিত হালদার বলেন, ‘‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না এমন ঘটনা ঘটতে পারে।’’ দ্রুত ডুবুরি আনার আশ্বাস দেয় ব্লক প্রশাসন। কালনা ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেহ দুটি উদ্ধার করতে নদিয়ার চাকদহ এলাকা থেকে ডুবুরি আনা হচ্ছে। সন্ধ্যায় আশ্রমপাড়া এলাকায় পৌঁছোন এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, কুটির শিল্প এবং প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথও। তবে রাত পর্যন্ত খোঁজ মেলেনি ওই দুই শিশুর।