হারিয়ে যাওয়া পশুপাখি নিয়ে শিশুদের নৃত্যনাট্য
দুর্গাপুর: নৃত্যনাট্যের মাধ্যমে পক্ষীপ্রেম ও সংরক্ষণের বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হল। সম্প্রতি শিশু দিবস উপলক্ষে পাঞ্চজন্য, রাজ্য বন বিভাগ ও একটি শপিং মলের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই পাঞ্চজন্য নামে ওই সংগঠনের বেশ কয়েকজন শিশু শিল্পী লুপ্তপ্রায় পাখিদের নিয়ে একটি নৃত্যনাট্য পরিবেশন করে। উদ্যোক্তারা জানান, শিকার বা পোষার কারণে পাখির সংখ্যা কমছে। নৃত্যনাট্যটির মধ্যে দিয়ে এই বিষয়টি নিয়েই সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। চাষিপাড়ার শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রীদের নাচ ও মুকাভিনয়ও দর্শকদের নজর কাড়ে। আয়োজকদের তরফে সোমা ভৌমিক জানান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় দু’শো শিশু শিল্পী যোগ দিয়েছিল।
সাংস্কৃতিক প্রতিযোগিতা
দুর্গাপুর: তিন দিন ধরে চলা মনীশ স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হল রবিবার। রম্যবীণা আয়োজিত ওই প্রতিযোগিতার আসর বসে রামমোহন অ্যাভিনিউয়ের ১৮ রুমড হস্টেল এলাকায়। উদ্যোক্তারা জানান, আবৃত্তি, আঁকা, রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা হয়। আয়োজকদের তরফে বুদ্ধদেব সেনগুপ্ত জানান, দুর্গাপুরের বিভিন্ন এলাকা প্রায় চারশো জন প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। প্রতিযোগিতা ঘিরে বাসিন্দাদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
কবিতায় শ্রীজাত
বর্ধমান: অল ইন্ডিয়া ইনস্টিটিউঠ অফ ন্যাশনাল অ্যাপ্লায়েড আর্ট নামে একটি সংস্থার উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পাঁচ দিন ধরে চলা ওই অনুষ্ঠানে ছিল কবিতা পাঠের আসর। বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত আসরে কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন, শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অংশুমান কর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবেশ ঠাকুর।
সাহিত্য আসর
কাটোয়া: সুজন সন্ধান সমিতি’র উদ্যোগে সম্প্রতি কাটোয়া বিজ্ঞান পরিষদ ভবনে আয়োজিত হল সাহিত্য আসর। ছিলেন শহরের বিশিষ্ট কবি-সাহিত্যিকেরা। আসরে কাটোয়া থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার শারদ সংখ্যাগুলি নিয়ে আলোচনা হয়। গবেষক কালীচরণ দাস জানান, ‘দীপ্রকলম’ নামে একটি পত্রিকার গবেষণামূলক প্রবন্ধগুলি নজর কেড়েছে।
বার্ষিক অনুষ্ঠান
কাটোয়া: ‘জাগরী’ সাংস্কৃতিক সংস্থার বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল কাটোয়া সার্কাস ময়দানে। সংস্থার তরফে অপূর্ব চক্রবর্তী জানিয়েছেন, অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত প্রভৃতি পরিবেশন করেছেন। দর্শকদের মন কেড়েছে অনুষ্ঠান।
পুজোর অনুষ্ঠান
বর্ধমান: কালীপুজো ও দীপাবলি উপলক্ষে বর্ধমানের বিভিন্ন এলাকায় আয়োজন করা হল সাংস্কৃতিক অনুষ্ঠানের। মিলনী ক্লাব চত্বরে বসে বাউল গানের আসর। এ ছাড়াও প্রায় ১০জন বিশিষ্ট সংস্কৃতিকর্মীকে সংবর্ধনাও দেওয়া হয় ক্লাবের তরফে। বর্ধমানের রতন স্মৃতি সঙ্ঘ আয়োজন করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। ক্লাবের তরফে সুজিত দাস জানান, শহরের বিভিন্ন স্কুলের প্রায় দু’শো পড়ুয়া এই প্রতিযোগিতায় যোগ দেয়। এ ছাড়াও বর্ধমানের একটি স্কুলে পড়ুয়ারা পরিবেশন করে নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। নজর কাড়ে বিশ্বনাথ অধিকারির মুকাভিনয়। স্কুলের প্রধান শিক্ষিকা দীপালি ঘোষ জানান, অনুষ্ঠানের উদ্বোধন করেন রাধানগর রামকৃষ্ণ মঠ ও আশ্রমের সন্ন্যাসী শান্তানন্দ মহারাজ।