Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বেলুড় মঠে চালু হল ব্যাটারিচালিত গাড়ি

এত দিন হুইল চেয়ারের ব্যবস্থা ছিল। তবে তাও শুধু ভিতরের জন্য। এ বার এল ব্যাটারিচালিত গাড়ি। বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম দর্শনার্থীদের বেলুড় মঠের মূল প্রবেশদ্বার থেকে মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে দেবে এই গাড়ি। এর জন্য দর্শনার্থীদের কোনও খরচ হবে না। রামকৃষ্ণ মিশন সূত্রের খবর, আগে বেলুড় মঠের ভিতরে গাড়ি ঢোকার অনুমতি ছিল।

ব্যাটারিচালিত গাড়ি।  ছবি: দীপঙ্কর মজুমদার

ব্যাটারিচালিত গাড়ি। ছবি: দীপঙ্কর মজুমদার

শান্তনু ঘোষ
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০৩:২৬
Share: Save:

এত দিন হুইল চেয়ারের ব্যবস্থা ছিল। তবে তাও শুধু ভিতরের জন্য। এ বার এল ব্যাটারিচালিত গাড়ি। বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম দর্শনার্থীদের বেলুড় মঠের মূল প্রবেশদ্বার থেকে মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে দেবে এই গাড়ি। এর জন্য দর্শনার্থীদের কোনও খরচ হবে না।

রামকৃষ্ণ মিশন সূত্রের খবর, আগে বেলুড় মঠের ভিতরে গাড়ি ঢোকার অনুমতি ছিল।

ফলে অনেক দর্শনার্থীই প্রায় মূল মন্দিরের সামনে গিয়ে গাড়ি থেকে নামতেন। কিন্তু বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরা বেলুড় মঠে এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানান গাড়ির ধোঁয়ার দূষণে মঠের মূল মন্দিরের ক্ষতি হচ্ছে। এর পরেই রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন মঠের ভিতরে কোনও গাড়ি ঢুকতে দেওয়া হবে না। পরে বেলুড় মঠে আসা গাড়ি রাখার জন্য মঠের বাইরে জিটি রোডের উপর রেলের জমিতে একটি পার্কিংয়ের জায়গা তৈরি করে দেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলুড় মঠ সূত্রের খবর, এর পর থেকে চলাফেরায় অক্ষম, বয়স্ক দর্শনার্থীরা মন্দিরে ঢোকার গেটের সামনে নিরাপত্তারক্ষী কিংবা মঠের কর্মীদের কাছে আবেদন করলেই মিলত হুইল চেয়ার। সেগুলি মূল গেটের সামনেই রাখা থাকত। দর্শনার্থীদের আরও আধুনিক পরিষেবা দেওয়ার জন্য ব্যাটারিচালিত গাড়ি চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানান এক প্রবীণ সন্ন্যাসী। মূল প্রবেশদ্বারের সামনেই রাখা থাকছে দু’টি গাড়ি। বাস কিংবা ট্যাক্সি থেকে নেমে ওই গাড়িতে উঠে সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে বেলুড় মঠের মূল মন্দিরের সামনে।

পরিবেশ বান্ধব এই ব্যাটারিচালিত গাড়িতে ১১ জন যাত্রী এক সঙ্গে বসতে পারবে। সকাল থেকে রাত পর্যন্ত এই পরিষেবা মিলছে দর্শনার্থীদের। তবে দুপুরে মঠ বন্ধ থাকার সময় এই পরিষেবা বন্ধ থাকছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, “দর্শনার্থীদের উন্নত পরিষেবা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তাই হুইল চেয়ারের পরে এই গাড়ি নামানো হয়েছে।” তবে আগামী দিনে চাহিদানুযায়ী পরবর্তী সময়ে আরও গাড়ি নামানো হবে বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। মাঝেমধ্যেই বেলুড় মঠে আসেন বিরাটির বাসিন্দা প্রবীণ দীপক সরকার। তিনি বলেন, “এই গাড়িতে করে বেশ কয়েক জন বয়স্ক মানুষ সহজেই মূল মন্দিরের কাছে পৌঁছে যাই। এতে আমাদের খুব সুবিধা হয়েছে।”

কিন্তু মূল মন্দিরের প্রায় সামনে পর্যন্ত যাওয়ার পরে বয়স্ক ও হাঁটাচলায় অক্ষম দর্শনার্থীরা কী ভাবে ঘুরবেন?

এক প্রবীণ সন্ন্যাসী জানান, ব্যাটারিচালিত গাড়ির পাশাপাশি হুইল চেয়ারের ব্যবস্থাও থাকছে। তাই ব্যাটারিচালিত গাড়ি থেকে নামার পরে মন্দিরের সামনে থেকেই হুইল চেয়ার পাওয়া যাবে। তাতে চেপেই বাকি জায়গা ঘুরতে পারবেন দর্শনার্থীরা। এই হুইল চেয়ার পরিষেবাও বিনামূল্যেই পাওয়া যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE