হাসপাতালগুলির টানা অচলাবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কিন্তু সেই ফোনের জবাবে শুক্রবার নবান্ন থেকে পাল্টা ফোন যায়নি রাজভবনে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে কথা বলার পরামর্শ দিলেন রাজ্যপাল।
কেশরীনাথের চিঠি এ দিন বিকেলেই নবান্নে পৌঁছয়। তার পরেও রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও বার্তালাপ হয়েছে, এমন দাবি অবশ্য দু’তরফের কেউই করেননি। সন্ধ্যায় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে গিয়ে রাজ্যপাল আহত চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে দেখে আসেন। তাঁর চিকিৎসার খবরাখবর নেন।
রাজভবন সূত্রের খবর, কয়েক দিন ধরেই বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফে রাজভবনে গিয়ে বারবার দরবার করা হয়েছে। চিকিৎসকদের সংগঠনগুলির দাবি, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে হাঙ্গামার ঘটনায় ‘মূল’ দোষীদের গ্রেফতার করা হোক, নিরাপত্তা বাড়ানো হোক চিকিৎসকদের। পাশাপাশি আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে আলোচনায় বসেন, সেই দাবিও চিকিৎসকেরা জানিয়েছিলেন রাজ্যপালের কাছে। এ দিন বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও অচলাবস্থা কাটাতে রাজভবনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।