যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘হোক কলরব’-এর ধাঁচেই ‘আমরা কারা? বহিরাগত’ স্লোগান তুলে পথে নামলেন জুনিয়র ডাক্তারেরা। সঙ্গে পা মেলালেন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে অভিনেত্রী, গায়ক এবং অবশ্যই সাধারণ মানুষ। সকলের একটিই আবেদন: হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করুক রাজ্য সরকার।
শুধু বহিরাগত তত্ত্ব নিয়েই স্লোগান নয়। ‘লড়াই লড়াই লড়াই চাই’, ‘এই লড়াই লড়বে কে, আমি-তুমি আবার কে,’ ‘পদবি দেখে আমরা চিকিৎসা করি না’র মতো স্লোগানও ছিল মিছিলে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ থেকে ন্যাশনাল মেডিক্যাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ঘেমেনেয়ে পা মিলিয়েছেন হাজার পাঁচেক মানুষ। স্লোগানও দিয়েছেন সমানে।
সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা নাগাদ মিছিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে পৌঁছয়। হাসপাতালের গেট খুলে মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানান সেখানকার নার্স, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকেরাও। মরসুমের উষ্ণতম দিনে ঘর্মাক্ত মিছিলকারীদের হাতে তুলে দিয়েছেন গ্লাসভর্তি গ্লুকোজের জল। শুধু হাসপাতাল-চত্বর নয়, জরুরি বিভাগ, অন্তর্বিভাগের বিভিন্ন ভবনের তলায় দাঁড়িয়ে থাকা নার্স, জুনিয়র ডাক্তারদের হাততালি দিয়ে মিছিলে পা মেলানো লোকজনকে স্বাগত জানাতে দেখা গিয়েছে। ঘটনাচক্রে, মিছিল শুরু হওয়ার আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজেরই চতুর্থ বর্ষের ছাত্র অভিষেক সাহার মাথা ‘বহিরাগতদের’ ছোড়া ইটে জখম হয়েছে বলে এনআরএসের ধর্নামঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল।