Advertisement
১৫ মে ২০২৪

ই-মনোনয়নের প্রার্থীও অপহৃত, অভিযোগে বিতর্ক

‘‘ই-মনোনয়ন কারা দিয়েছেন, তা জানার সুযোগ নেই এবং আমরা জানিও না। সন্ত্রাসের ভুয়ো অভিযোগের মতো ওটাও ভিত্তিহীন।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০১৮ ০৬:৫৬
Share: Save:

রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ই-মেলে মনোনয়ন জমা হলে হিংসার অভিযোগ কমবে। সেই রায়ের পর দিনই অভিযোগ উঠল, ই-মনোনয়ন দেওয়া পাঁচ প্রার্থীকেও অপহরণ করা হয়েছে! দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নস্করপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ প্রার্থী সুরজিৎ পণ্ডিত, আখতার শেখ, সুমিত দাস, মানস কর্মকার ও সুব্রত পণ্ডাকে সশস্ত্র দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছে বলে বুধবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক শমীক লাহিড়ী। প্রার্থীদের মঙ্গলবার রাত থেকেই হুমকি দেওয়া হচ্ছিল, এই মর্মে নোদাখালি থানায় অভিযোগ জানিয়েছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এ দিন বলেন, ‘‘ই-মনোনয়ন কারা দিয়েছেন, সেই নামধাম জমা ছিল কমিশনের কাছে। জমা দেওয়া হয়েছিল আদালতেও। সেই সব প্রার্থীর তথ্য বাইরে বেরোতেই হুমকি শুরু হয়েছে।’’ নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও কিছু ই-মনোনয়ন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে সিপিএমের অভিযোগের তির শাসক দলের দিকেই। তৃণমূলের সাংসদ এবং জেলায় দলের তরফে ভোটের দায়িত্বপ্রাপ্ত শুভাশিস চক্রবর্তী অবশ্য বলেন, ‘‘ই-মনোনয়ন কারা দিয়েছেন, তা জানার সুযোগ নেই এবং আমরা জানিও না। সন্ত্রাসের ভুয়ো অভিযোগের মতো ওটাও ভিত্তিহীন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE