Advertisement
১৮ জুন ২০২৪

পুলিশের কপালে দুঃখ আছে, হুমকি দিলীপের

গত পঞ্চায়েত ভোটের সময় পুলিশকে বোমা মারার শাসানি এবং তৃণমূলের গোঁজ প্রার্থীদের হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৩:৩৫
Share: Save:

পঞ্চায়েত ভোট শুরুর আগে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিয়েছিলেন, তৃণমূল মারপিট করলে সেই লড়াই শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। মনোনয়ন পর্বে আরও এক ধাপ এগিয়ে শুক্রবার তিনি বললেন, ‘‘যারা বোমা-বন্দুক-লাঠি নিয়ে এসেছে, তাদের তো আর রসগোল্লা খাওয়াতে পারি না। তাদের খাওয়ার অন্য জিনিস আছে। সেটা আমরা ঠিক খাওয়াব। গুন্ডাদের সঙ্গে গুন্ডার মতো ব্যবহার করতে হবে।’’ পাশাপাশিই, তাঁর হুমকি, ‘‘পুলিশ ক্যাডারের অভিনয় করছে। তাই কাল পুলিশও পিটুনি খেয়েছে। যদি তারা নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন না করে, তা হলে আগামী দিনে পুলিশের কপালে আরও দুঃখ আছে।’’

গত পঞ্চায়েত ভোটের সময় পুলিশকে বোমা মারার শাসানি এবং তৃণমূলের গোঁজ প্রার্থীদের হুমকি দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সেই হুমকির পরেই বীরভূমে ‘নির্দল’ প্রার্থী হদয় ঘোষের বাড়িতে হামলা হয়। মৃত্যু হয় তাঁর বাবা সাগর ঘোষের। হৃদয়বাবু পরে বিজেপি-তে যোগ দিয়ে আবার তৃণমূলে ফিরে যান। এ দিন দিলীপবাবুর হুমকির পরেই হিঙ্গলগঞ্জে এক তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই তৃণমূল প্রার্থীর মা’কে গুলি করা হয়েছে।

বস্তুত, সব বিরোধী দলেরই অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে শাসক তৃণমূল। কোথাও শাসক দলের কর্মীদের মার বা শাসানির মুখে মনোনয়ন জমা দিতে ব্যর্থ হচ্ছে বিরোধীরা। কোথাও পুলিশ বা বিডিও-ই তৃণমূলের ‘সেবক’ হিসাবে নানা অজুহাতে বিরোধীদের মনোনয়নে বাধা তৈরি করছে বলে অভিযোগ। সে প্রসঙ্গে দিলীপবাবু এ দিন বলেন, ‘‘পুলিশ পার্টি অফিসে তল্লাশি করছে। নিজেরা সঙ্গে করে বোমা-বন্দুক নিয়ে গিয়ে দেখাচ্ছে বিরোধী বলছে, পার্টি অফিসে পাওয়া গিয়েছে। কিন্তু এখন টের পেয়েছেন, বিজেপি-র গুঁতো কী! ওঁরা (তৃণমূল নেতৃত্ব) ভেবেছিলেন, ওঁরা মারপিট করবেন আর আমরা দৌড়ব! এখন ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। দু’-তিন দিন ধরে দুষ্কৃতীরা বিডিও অফিস ঘিরে রেখেছিল। আমরা অধিক জনবল নিয়ে গিয়েছি। তারা শক্তিতে পারেনি, পালিয়ে গিয়েছে।

আরও পড়ুন: আগে দখল, পরে মার, আজব ভোট

দিলীপবাবুর হুমকির জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘উন্মাদের মতো কথা বলছেন। ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। ওঁর ওই সব কথার রেকর্ডিং রাখছি। যথাস্থানে জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE