পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বলে আরামবাগে রাস্তায় ধরে মারধর করে মুখে কালি মাখানো হয়েছিল মহিলাদের। তাঁদের মধ্যে ছিলেন গোঘাটের প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারকের স্ত্রীও। বনগাঁ পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়ায় বিডিও দফতরেই নিগ্রহ করা হয়েছে ফ ব-র রিনা ব্যাপারীকে। রাজ্যের আরও নানা জায়গাতেই মনোনয়ন-পর্বে মহিলাদের উপরে হামলার অভিযোগ এসেছে। এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল বামপন্থী মহিলা সংগঠনগুলি। ছিলেন কনীনিকা ঘোষ, রেখা গোস্বামী, মিনতি ঘোষ, ডলি রায়েরা। বিক্ষোভের জন্য ২৮ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। আরামবাগের নিগৃহীতাদের শহরে এনে কাল, বৃহস্পতিবার অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন ফ ব-র রাজ্য নেতৃত্ব।